বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী একটা ব্র্যান্ড হয়ে উঠেছে।
স্বপ্না চৌধুরীর ফ্যানবেস
সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। এমনকি আজকাল তো তার স্টেজ শোতে ভিড় যেকোনো কর্নসাটকে ছাপিয়ে যাবে। আর তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ যাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল রিলের বিবরণ
স্বপ্না চৌধুরীর স্টেজ শোতে হাজার হাজার মানুষ ভিড় জমান। এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে ওই হরিয়ানভি ড্যান্সার “সালি কা ঠুমকা” গানের তালে উদ্দাম কায়দায় নাচ করছেন। নাচের মাঝে তাঁর চটুল অঙ্গভঙ্গি দেখে চোখ সরাতে বাধ্য হবেন আপনি। টাইট সালোয়ার সুট পরে তাঁর বোল্ড ড্যান্স দেখে রাতের ঘুম হারাম হবে আপনার। স্বপ্নার এই রাগিনী নাচের ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল আপলোড করেছে, যা এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।