রেশন কার্ড কেওয়াইসি প্রক্রিয়া বর্তমানে চলছে এবং এই প্রক্রিয়ায় সমস্ত রেশন কার্ড ধারীরা নিজেদের রেশন কার্ডের কেওয়াইসি করিয়ে ফেলতে পারবেন খুব শীঘ্রই। তবে যারা এখনো পর্যন্ত এই কাজটি করে উঠতে পারেননি তাদের জন্য রয়েছে একটা খারাপ খবর। তাদের জন্য কিন্তু রেশন কার্ডের সুবিধা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ৩১ শে ডিসেম্বর হতে চলেছে এই কেওয়াইসি করার প্রক্রিয়ার শেষ তারিখ এবং এরপরে কিন্তু আর আপনারা কেওয়াইসি করতে পারবেন না বিনামূল্যে। এর আগে ৩১ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই কেওয়াইসি করার সময়সীমা দেওয়া হয়েছিল। পরে এই তারিখ ৩১ শে নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু তারপরেও অনেকে এমন রয়েছেন যারা কেওয়াইসি করেননি। তাদের জন্য এবার ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই রেশন কার্ড ধারীদের জন্য এখনো অনেক সময় রয়েছে। এমন পরিস্থিতিতে এই সময় সীমার মধ্যে কেওয়াইসি করে ফেলুন। এই কাজটা না করলে কিন্তু আপনি আর বিনামূল্যে চাল গম পাবেন না।
রেশন কার্ড কেওয়াইসি হলো গ্রাহককে সঠিকভাবে চিনে নেওয়ার প্রক্রিয়া। এটি করার মূল কারণ হলো রেশন কার্ড ধারীদের পরিচয় যাচাই করা। এছাড়াও জাল রেশন কার্ড নির্মূল করার জন্যও এই প্রক্রিয়া করা হয়ে থাকে। রেশন কার্ড কেওয়াইসি করলে শুধুমাত্র তারা উপকৃত হবেন যারা যোগ্য রেশন কার্ডধারী। জাল রেশন কার্ড কারো নামে থাকলে সেটা বাতিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেওয়াইসি করার প্রক্রিয়া পুরো রেশন ব্যবস্থা তে অনেক স্বচ্ছতা আনবে এবং রেশন কার্ডের পরিষেবা আরো উন্নত করবে। পাশাপাশি অভাবীদের কাছে রেশন কার্ড পৌঁছেছে কিনা সেটাও জানা যাবে ভালোভাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি ঘরে বসে অনলাইন কেওয়াইসি করতে পারেন এর জন্য। এই কাজটি আপনারা রেশন ডিলারের কাছে গিয়েও করতে পারেন। কেওয়াইসি করার জন্য আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবুক প্রয়োজন হবে। আপনি অনলাইনে বা রেশনের দোকানে গিয়ে আপনার রেশন কার্ডের স্থিতি পরীক্ষা করতে পারেন। আপনি যদি কেওয়াইসি প্রক্রিয়ায় কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।