মুম্বাই : বাণিজ্য নগরীর বহুতলে ভয়াবহ আগুন লাগল। সন্ধ্যেবেলা মুম্বাইয়ের ভিলে পারলের পশ্চিমে ১৩ তলা একটি বহুতলে আগুন লাগে। সন্ধ্যে সাতটা দশ নাগাদ এখানে আগুন লাগে। মুম্বাইয়ের আবাসিক ভবনে আগুন লেগেছে, এখনও পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগে বহুতলের ৭ ও ৮ তলায়। আগুনের লেলিহান শিখা জানলা দিয়ে ক্রমাগত বেরোতে থাকে। তারপরে আসে দমকলের ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিদি আপনি কেনো এতো ভয় পাচ্ছেন? রামলীলা ময়দান থেকে প্রশ্ন ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
যখন আগুন লেগেছিল ৭ ও ৮ তলায় বেশকিছু আবাসিক আটকে থাকলে, দমকলের ইঞ্জিন এসে তাদেরকে উদ্ধার করে। বহুতল টি ১৩ তলা কিন্তু আগুন লাগে সাত ও আট তলায়। ঘটনাস্থলে রয়েছে ৮ থেকে ১০ টি ফায়ার ইঞ্জিন, তারা চেষ্টা করছে দ্রুত আগুন নেভাতে।