Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধোনিকে টপকে ফোর্বস ইন্ডিয়ার শীর্ষস্থানে বিরাট কোহলি

২০১৯ সালটা দারুন কেটেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলিটদের মত কঠোর পরিশ্রম করে বিরাট কোহলি নিজেকে একজন শ্রেষ্ঠ ক্রিকেটার করে তুলেছেন। টেস্ট এবং একদিনের ক্রিকেটে ১ নম্বর স্থানে…

Avatar

২০১৯ সালটা দারুন কেটেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলিটদের মত কঠোর পরিশ্রম করে বিরাট কোহলি নিজেকে একজন শ্রেষ্ঠ ক্রিকেটার করে তুলেছেন। টেস্ট এবং একদিনের ক্রিকেটে ১ নম্বর স্থানে এই বছরটা শেষ করতে চলেছেন তিনি। ভারতে কোহলির বড়ো অঙ্কের ভক্ত সংখ্যা রয়েছে যা তাকে ভারতের ব্র্যান্ডের জন্য শীর্ষস্থানে থাকতে সহায়তা করেছে।

এ বছর ব্যাপক উপার্জনের মাধ্যমে ফোর্বস ইন্ডিয়ার ২০১৯ সেলিব্রিটি ১০০ জনের তালিকায় কোহলি প্রথম স্থান অধিকার করেছেন। এই তালিকাটি ১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত খ্যাতি এবং উপার্জনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ২৫২.৭২ কোটি টাকা উপার্জনের ভিত্তিতে বিরাট কোহলি শীর্ষস্থানে রয়েছেন। ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি ১৩৫.৫৩ কোটি উপার্জনের মাধ্যমে পঞ্চম স্থানে রয়েছেন। কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকার নবম স্থানে রয়েছেন ৭৬.৯৬ কোটি উপার্জনের করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ক্রিসমাসের আগে বাচ্চাদের জন্য ‘সিক্রেট সান্তা’ বিরাট কোহলি

ক্রিকেটারদের মধ্যে সেরা দশ তালিকাটি দেখে নেওয়া যাক

বিরাট কোহলি (1st)
মহেন্দ্র সিংহ ধোনি (5th)
শচীন তেন্ডুলকার (9th)
রোহিত শর্মা (11th)
রিষভ পন্ত (30th)
হার্দিক পান্ডিয়া (31th)
জসপ্রীত বুমরাহ (33th)
কে এল রাহুল (34th)
শিখর ধাওয়ান (35th)
রবীন্দ্র জাদেজা (51th)

About Author