Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মমতার নাগরিকত্ব বিল নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় নির্মলা সীতারমণ শুক্রবার বলেন, তৃণমূল কংগ্রেস প্রধানের…

Avatar

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় নির্মলা সীতারমণ শুক্রবার বলেন, তৃণমূল কংগ্রেস প্রধানের জাতীয় প্রতিষ্ঠানের প্রতি কোনো বিশ্বাস নেই। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনওরকম সম্ভাবনা খারিজ করেন অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে নিন্দা করে নির্মলা সিতারামন বলেন, ‘একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন কথা বলা মানায় না।’

সংবাদসংস্থা এএনআই কে বলেছেন, ‘আমরা কখনোই আমাদের অভ্যন্তরীন বিষয়গুলিতে কোনও তৃতীয় পক্ষ বা আন্তর্জাতিক ফোরামের হস্তক্ষেপ চাইনি। তিনি কি ভারতের প্রতিষ্ঠানে কোনো বিশ্বাস রাখেন না?” তিনি আরও বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী হয়ে তার এধরনের কথা মানায় না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ১৪৪ ধারা জারি উত্তরপ্রদেশে, টিএমসির প্রতিনিধিদের লখনউতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না : ইউপি ডিজিপি

প্রসঙ্গত, বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন দেশে নাগরিকত্ব আইন এবং এনআরসি হবে কিনা তা গণভোটে নির্ধারিত হোক আর সেই ভোট রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে করার জন্য তিনি একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কেন্দ্রীয় সরকারকে।

মুখ্যমন্ত্রীর এই দাবির পরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপি নেতারা দাবি করেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন কথা বলতে পারেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ পাশের জেলাগুলিতে মিছিল করছেন। বৃহস্পতিবার ধর্মতলায় রাণি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভায় এই বেনজির মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

About Author