Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জসপ্রিত বুমরাহের ফিটনেস টেস্ট না করায় সমালোচিত হলেন রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় পরিচালিত ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারতের এক নম্বর বোলার জসপ্রিত বুমরাহের ফিটনেস টেস্ট করতে অস্বীকার করায় সমালোচিত হলেন রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচের…

Avatar

রাহুল দ্রাবিড় পরিচালিত ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারতের এক নম্বর বোলার জসপ্রিত বুমরাহের ফিটনেস টেস্ট করতে অস্বীকার করায় সমালোচিত হলেন রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে বিশাখাপত্তনমে প্রস্তুতি সারেন জসপ্রীত বুমরাহ। এরপর ওখান থেকে ব্যাঙ্গালোর তে গিয়ে এনসিএ তে ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল তার।

এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় ও ওখানকার ফিজিও আশিষ কৌশিক বুমরাহের ফিটনেস টেস্ট করতে অস্বীকার করায় মুম্বাই ফিরে যান তিনি। এনসিএ তরফ থেকে যুক্তি দেখানো হয়, বুমরাহ যেহেতু রিহ্যাবের জন্য এনসিএ এর পরিবর্তে নিজের ফিজিও ও বিশেষজ্ঞ রেখেছেন তাই তারাই ভালো বলতে পারবেন বুমরাহ কতটা সুস্থ হয়ে উঠছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : India Predicted XI : কটকে ফেয়সালা ম্যাচে ২ টি পরিবর্তন আনতে পারে বিরাট বাহিনী

অপরদিকে ফিটনেস টেস্ট না হওয়া পর্যন্ত বুমরাহ জাতীয় দলে ফিরতে পারছেন না। এক্ষেত্রে অনেকেই মনে করেন এসব ক্ষেত্রে ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থের জন্য ও ভারতের ক্রিকেট দলের স্বার্থে সকলকে একযোগে কাজ করা উচিত। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই সব সমস্যা কেটে যাবে।

About Author