Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Viral Song: ইউটিউবে ভাইরাল নতুন ভোজপুরি গান ‘সব কর ইয়ে মোর সাইয়ান’, সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ মানুষ করছেন পছন্দ

ভোজপুরি সিনেমা জগতের সব থেকে বিখ্যাত দম্পতি জুটি আম্রপালি দুটি এবং দীনেশ লাল যাদবের কোন নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। বর্তমানে তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল…

Avatar

ভোজপুরি সিনেমা জগতের সব থেকে বিখ্যাত দম্পতি জুটি আম্রপালি দুটি এবং দীনেশ লাল যাদবের কোন নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। বর্তমানে তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয় এবং এখন তারা দুজনে হয়ে উঠেছেন এই দুনিয়ার সব থেকে জনপ্রিয় দম্পতির মধ্যে একজন। নিরাহু এবং আম্রপালি জুটি দর্শকদের খুব পছন্দ হয় এবং তাদের দুজনকে যখনই একসাথে দেখা যায় সেই ভিডিও একেবারে আলোড়ন সৃষ্টি করে দেয়। নিরাহু এবং আম্রপালীর নতুন ভোজপুরি গান সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। এই সময়ে নিরহুয়া এবং আম্রপালীর একটি পুরনো গান ‘সব কার ইয়ে মোর সাইয়ান’ আবারও ভাইরাল হচ্ছে।

এই গানের ভিডিওতে নিরাহুয়া এবং আম্রপালিকে একে অপরের খুব কাছাকাছি দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই গানের ভিডিওতে দুজনকে প্রচন্ড নাচ করতেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে এই ভিডিও। এই গানে ভোজপুরি সিনেমার ইউটিউব কুইন আম্রপালি দুবে এবং ভোজপুরি সিনেমার সুপারস্টার তারকা দীনেশ লাল যাদব তাদের স্টাইলে দুরন্ত নাচ করেছেন। তাদের দুজনের ঐতিহ্যবাহী লুক বেশ পছন্দ করছেন সকলে। এই গানের ভিডিওতে অভিনেত্রী আম্রপালিকে সালোয়ার স্যুটে দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই গানটি ভোজপুরি ছবি জিগারওয়ালা থেকে নেওয়া হয়েছে যেটা একটা সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবে ছাড়াও প্রিয়াঙ্কা পণ্ডিত এবং সুশীল সিং।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোজপুরি গান ‘সবর কার ইয়ে মোর সাইয়ান’-এর কথা লিখেছেন পেয়ারে লাল যাদব। একইসঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়া, নীল কমল। গানটির সংগীতায়োজন করেছেন রাজেশ-রজনীশ। এই গানের ভিডিও টি-সিরিজ হামার ভোজপুরি নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।

About Author
news-solid আরও পড়ুন