Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Diwali Jio Recharge Offer: দিওয়ালিতে হুরহুর করে পড়ে গেল Jio-র রিচার্জের দাম, ধাসু প্ল্যানে গ্রাহকদের মন জয় করছে কোম্পানি

এই দিওয়ালিতে রিলায়েন্স জিও নিয়ে এসেছে দুর্দান্ত একটা অফার। দেশের অন্যতম বেসরকারি টেলিকম সংস্থা দিওয়ালিতে একটা নতুন অফার চালু করেছে যেখানে দেশের বহু গ্রাহককে স্বস্তি দিতে চলেছে এই সংস্থা। সম্প্রতি…

Avatar

এই দিওয়ালিতে রিলায়েন্স জিও নিয়ে এসেছে দুর্দান্ত একটা অফার। দেশের অন্যতম বেসরকারি টেলিকম সংস্থা দিওয়ালিতে একটা নতুন অফার চালু করেছে যেখানে দেশের বহু গ্রাহককে স্বস্তি দিতে চলেছে এই সংস্থা। সম্প্রতি টেলিকম জয়েন্ট একটি নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান করেছে যেখানে গ্রাহকদের ফ্রি কলিং এবং অনেক ডেটা দেওয়া হবে। উৎসবের মরশুমে এই নতুন অফার জিও ইউজারদের মুখে হাসি ফোটাবে।

১৫৩ টাকার এই প্ল্যানে ২৮ দিনের রিচার্জ আপনারা পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যান আপনাকে অনেক বেশি সুবিধা দেওয়া হবে। এখানে আপনাকে দেওয়া হবে মোট ২৮ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, ৩০০টি বিনামূল্যে এসএমএস, ১৪ জিবি ইন্টারনেট। অর্থাৎ আপনারা প্রতিদিন ০.৫ জিবি ডেটা পেয়ে যাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যারা অনলাইনে সিনেমা দেখেন, লাইভ স্পোর্টস দেখেন, তাদের জন্য এটা সবথেকে সেরা প্ল্যান। এতে Jio TV, ও Jio Cinema এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। ১৫৩ টাকার প্ল্যান ছাড়াও, আপনারা আরো অনেকগুলো প্ল্যান দেখতে পাবেন। এর মধ্যে আছে ৭৫ টাকার প্ল্যান, ৯১ টাকার প্ল্যান, ১৮৬ টাকার প্ল্যান, ২২৩ টাকার প্ল্যান। এই বাজেটের মধ্যে যদি আপনি ভালো প্ল্যান চেয়ে থাকেন, তাহলে জিও আপনার জন্য সবথেকে ভালো বিকল্প।

About Author