আজকের দিনে ধারাবাহিক সিনেমার গণ্ডি পার করে নেটিজেনরা ডিজিটাল মার্কেটে সাহসী ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন। করোনা মহামারির কারণে যখন গোটা সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা হয়েছিল, ঠিক সেই সময় বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাপ্লিকেশনে রিলিজ করা হয় একের পর এক ওয়েব সিরিজ। যে ওয়েব সিরিজ গুলি স্তব্ধ পৃথিবীতে মানুষের একমাত্র বিনোদনের রসদ হয়ে উঠে মুহূর্তের মধ্যে। বলিউড কিংবা টলিউডের ধারাবাহিকতা ছিন্ন করে দর্শকরা ভিড় জমাচ্ছেন এই সমস্ত ওয়েব সিরিজ গুলিতে।
সাহসী ওয়েব সিরিজের চাহিদাআমরা আপনাদের বলি, শুরুর দিকে উল্লু, প্রাইম শর্ট, এমএক্স প্লেয়ার সহ নেটফ্লিক্সের মতো হাতেগোনা কয়েকটি অ্যাপ্লিকেশন থেকে ওয়েব সিরিজ রিলিজ করা হলেও বর্তমানে অগণিত ডিজিটাল প্লাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম গুলি থেকে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। তবে ডিজিটাল প্লাটফর্মে বছর দুই আগে যুক্ত হওয়া “ইরোটিক” ওয়েব সিরিজ বর্তমানে রাজত্ব করছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে। বিশেষ করে যে ওয়েব সিরিজে যত বেশি যৌ*তা, সেই ওয়েব সিরিজের চাহিদা তত বেশি হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের কাছে।
উষ্ণতম এই ওয়েব সিরিজের গল্পআজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের ওটিটি জগতের সবচেয়ে গরম ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি। কিছুদিন আগে এমএক্স প্লেয়ারে রিলিজ করা হয়েছে অত্যন্ত সাহসী ওয়েব সিরিজ “মাস্তরাম”। এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে রাসিক দুগ্গাল ও অনাংশ বিশ্বাসের মত অভিনেত্রীদের হট দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠীর মতো সাহসী অভিনেতা কেউ দেখা গেছে এই ওয়েব সিরিজে। বেড সিনে ভরপুর এবং উষ্ণ রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ আজকেই দেখে ফেলুন এমএক্স প্লেয়ারে। তবে এর সাহসী দৃশ্য গুলি উপভোগ করতে চাইলে অবশ্যই “প্রাইভেসি” রেখে তবেই দেখুন। রইল ট্রেলার-