Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PM Internship Scheme: বেকার থাকলেই মাসে মাসে ৫,০০০ টাকা দেবে মোদি সরকার, জানুন পাবেন কিভাবে?

কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। এই কারণে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের ইন্টার্নশিপ করার জন্য নতুন ব্যবস্থা শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টার্নশিপ…

Avatar

কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। এই কারণে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের ইন্টার্নশিপ করার জন্য নতুন ব্যবস্থা শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টার্নশিপ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার যেখানে গোটা দেশের বেকার যুবক যুবতীরা কাজ পেতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পাঁচ বছরে শীর্ষ ৫০০ টি কোম্পানিতে এক কোটি যুবককে ফ্রিতে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। যদি ইন্টার্নশীপ গ্রহণ করে তারা কাজ করেন তাহলে তারা পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড এবং ১২ মাসের অভিজ্ঞতা পেয়ে যাবেন। অর্থাৎ এক বছরের জন্য এই প্রোগ্রাম চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের এই অভিজ্ঞতা তাদেরকে পরবর্তী কাজের ক্ষেত্রে সহায়তা করবে। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে, এই শিক্ষাগত যোগ্যতা কি এবং কবে থেকে আপনার আবেদন করতে পারবেন।

এর নিয়োগ কারী সংস্থা হল কেন্দ্রীয় সরকার সরাসরি। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে বেতন পাবেন। উচ্চ মাধ্যমিক পাস, আই টি আই পাস কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা যারা অর্জন করেছেন তারাও এপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি বিএ বিএসসি বিকম এইসব ডিগ্রি অর্জনকারীর আবেদন করতে পারবেন এই প্রকল্পে। আপনাকে যদি এই প্রকল্পে আবেদন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার কোন ফুলটাইম কোর্স করা যাবে না। এই ইন্টার্নশিপ কিন্তু ফুলটাইম ইন্টার্নশিপ এবং এই কারণে এর সঙ্গে অন্য কোন কোর্স চালানো সম্ভব নয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি এগিয়ে এসেছে। এদের মধ্যে অন্যতম হলো জুভিল্যান্ড ফুড ওয়ার্কস, মারুতি সুজুকি ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মত বিভিন্ন সংস্থা। চাকরিপ্রার্থীদের একেবারে বিনামূল্যে internship করার সুযোগ দেবে এই কোম্পানিগুলি। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর। সরকারের নিয়ম অনুযায়ী এখানে কোন রকম বয়সের ছাড় পাওয়া যাবে না। চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া শুরু হবে। তাই যারা যারা আবেদন করবেন বলে মনে করছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। এরপরে প্রার্থীদের একটা শর্টলিস্টেড মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্ট এর উপরে ভিত্তি করে ইন্টার্নশিপ ট্রেনিং করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

About Author