Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Best Family Car: মাত্র ৫.২৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে এই ফ্যামিলি গাড়ির দাম, মাইলেজের দিক থেকেও হবে সেরা

দেশের সর্বদা উচ্চ আসন ক্ষমতার গাড়ির চাহিদা সবথেকে বেশি থাকে। আপনি যদি পরিবারের সাথে কোথাও যেতে চান বা প্রায়শই দীর্ঘ ভ্রমণের জন্য যেতে চান তাহলে সাত সিটের গাড়িগুলো আপনার জন্য…

Avatar

দেশের সর্বদা উচ্চ আসন ক্ষমতার গাড়ির চাহিদা সবথেকে বেশি থাকে। আপনি যদি পরিবারের সাথে কোথাও যেতে চান বা প্রায়শই দীর্ঘ ভ্রমণের জন্য যেতে চান তাহলে সাত সিটের গাড়িগুলো আপনার জন্য সবথেকে উপযুক্ত হতে পারে। এখানে আপনারা ভালো আরাম পাবেন এবং প্রচুর সিট স্পেস পেয়ে যাবেন। আজ আমরা আপনাকে এমন তিনটি সাশ্রয় মূল্যের ৭ সিটের গাড়ির ব্যাপারে জানাতে চলেছি যা খুব কম দামে আপনি বাজারে পেয়ে যাবেন। এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ৫.৩২ লক্ষ টাকা থেকে এবং এই গাড়িগুলি চালানোর জন্য একেবারেই খুব বেশি খরচ করতে হবে না এবং বাড়িতে আপনি পরিবারের সাথে ভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন।

১. মারুতি এর্টিগা: এই গাড়িতে আপনারা ১.৫ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন এবং একটি সিএনজি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। পেট্রোল ভেরিয়ান্ট আপনাকে ২০ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এবং সিএনজি ভেরিয়েন্ট আপনাকে ২৬.১১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই গাড়িতে আপনারা ৭ ইঞ্চির একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। এর পাশাপাশি রয়েছে প্যাডেল শিফটার, ক্রুজ কন্ট্রোল, স্বয়ংক্রিয় হেডলাইট, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবং আরো অনেক ফিচার। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৬৯ লক্ষ টাকা থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. রেনল্ট ট্রাইবার : এই গাড়িতে আপনারা ৭ সিটের কনফিগারেশন পাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন একটি ডিটাচেবল সিট। এতে আপনারা এক লিটার ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন পেয়ে যাবেন এবং তার সাথেই রয়েছে টার্বো চার্জ ফিচার। এই গাড়িতে আপনারা ১৯ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পেয়ে যাবেন। এই গাড়িতে আপনাদের জন্য রয়েছে ৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪টি এয়ার ব্যাগ, এসি ভেন্ট, এলইডি টার্ন ইন্ডিকেটর, রিয়ার ভিউ ক্যামেরা, এবং আরো অনেক ফিচার। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৬ লক্ষ টাকা থেকে।

৩. মারুতি ইকো: এই গাড়িতে আপনারা ডুয়াল জেট VVT ইঞ্জিন পেয়ে যাবেন। এটি একটি ১.২ লিটার ক্ষমতা বিশিষ্ট কে সিরিজের পেট্রোল ইঞ্জিন হতে চলেছে। এই গাড়িতে আপনারা পেট্রোল ভেরিয়েন্টে ১৯.৭১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং সিএনজি মডেলে পেয়ে যাবেন ২৬.৭৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এই গাড়িতে ১১টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এই গাড়ির দাম মাত্র ৫.৩২ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।

About Author