Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ather Rizta Z: এই দিওয়ালিতে মাত্র ১৫,০০০ টাকা ডাউনপেমেন্ট করে বাড়িতে নিয়ে আসুন Ather Rizta Z, দেখুন ইএমআই ও প্ল্যান

যদি এই দিওয়ালিতে আপনি একটি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে ভাবছেন, তাহলে Ather Rizta Z হতে চলেছে আপনার জন্য একটা দারুন পছন্দ। অনেক সস্তায় ইএমআই প্ল্যানের মাধ্যমে আপনারা এখন এই…

Avatar

যদি এই দিওয়ালিতে আপনি একটি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে ভাবছেন, তাহলে Ather Rizta Z হতে চলেছে আপনার জন্য একটা দারুন পছন্দ। অনেক সস্তায় ইএমআই প্ল্যানের মাধ্যমে আপনারা এখন এই ইলেকট্রি স্কুটার কিনতে পারছেন। এই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ১৬০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, এবং তার সাথেই পেয়ে যাবেন দুর্দান্ত গতি ও দক্ষতা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই ইলেকট্রিক স্কুটারের সমস্ত ফিচার এবং ইএমআই অপশন।

Ather Rizta Z ইলেক্ট্রিক স্কুটারের ব্যাটারি এবং রেঞ্জ

এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ৪.৩ কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি PMSM মোটর, যা আপনাকে ২২ নিউটন মিটার টর্ক তৈরি করবে। এই মোটরের সাথে আপনারা এই স্কুটারে পেয়ে যাবেন ৩.৭ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনাদের জানিয়ে রাখি, এই বিশেষ ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন তিন বছরের পর্যন্ত ওয়ারেন্টি। ব্যাটারির উপরে এই তিন বছরের ওয়ারেন্টি থাকছে। অন্যদিকে, চার্জার এবং মোটর এর উপরেও থাকছে তিন বছরের ওয়ারেন্টি। এর পাশাপাশি, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড়াতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ather Rizta Z স্কুটারের ফিচার

এই নতুন ইলেকট্রিক স্কুটারের ফিচার এর ব্যাপারে বলতে গেলে, এখানে আপনারা পেয়ে যাবেন একটি এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, এলইডি টার্ন সিগনাল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ব্যাটারি ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ওডোমিটার, ইউএসবি চার্জিং পোর্ট, নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্ট, রোডসাইড অ্যাসিস্ট্যান্ট, এন্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল লক, প্যাসেঞ্জার ফুট রেস্ট, ইন্টারনেট কানেক্টিভিটি এবং ৩৪ লিটারের আন্ডার সিট স্টোরেজ। এছাড়াও এই স্কুটারে আপনারা সামনে পেয়ে যাবেন টেলিস্কোপিক এবং পিছনে পেয়ে যাবেন মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে, এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কম্বি ব্রেক সিস্টেম পেয়ে যাবেন। সামনের দিকে রয়েছে ডিস্ক ব্রেক, এবং পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক সিস্টেম।

Ather Rizta Z দাম ও ইএমআই প্ল্যান

Ather Rizta Z ইলেকট্রিক স্কুটারের দিল্লি এক্স শোরুমে দাম হলো ১,৪৪,৯৪৭ টাকা। যদি আপনার বাজেট কম হয়, তাহলে আপনাকে ১৫,০০০ টাকা ডাউনপেমেন্ট করে এই স্কুটার বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপর আপনাকে ১,৩৮,১৩৪ টাকার লোন নিতে হবে ৩ বছরের জন্য, এবং এর জন্য আপনাকে ৯.৭ শতাংশ সুদ দিতে হবে। প্রতি মাসে এই লোন শোধ করার জন্য ৪,৪৩৮ টাকা করে দিতে হবে।

About Author