Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সকাল থেকে দেখা নেই সূর্যমামার, শীতে কাঁপছে রাজ্যের উত্তর থেকে দক্ষিন

গত কয়েকদিন ধরে বেশ ঠাণ্ডা পড়েছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে গতকাল কলকাতা তাপমাত্রা ছিল ১১.৬ আজও তেমনি ঠাণ্ডা বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গবাসীর এইটাকে বেশ উপভোগ…

Avatar

গত কয়েকদিন ধরে বেশ ঠাণ্ডা পড়েছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে গতকাল কলকাতা তাপমাত্রা ছিল ১১.৬ আজও তেমনি ঠাণ্ডা বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গবাসীর এইটাকে বেশ উপভোগ করছে। শৈল শহর দার্জিলিং এ পর্যটকদের ভিড় বেশ চোখে পড়ার মতো। তবে আমরা যারা কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে থাকি প্রথম দিকে হঠাৎ করে ঠান্ডা পড়তে আমাদের একটু কাঁপুনি লাগলেও, এখন ঠান্ডা অনেকটাই সয়ে গেছে।

উত্তরের অঞ্চলগুলিতে তুষারপাত হচ্ছে এবং পর্যটকদের বরফ নিয়ে খেলার দৃশ্য দেখা যাচ্ছে। অবশেষে বহুপ্রতীক্ষিত সেই শীতের আগমন হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ইন্ডিয়া গেটের সামনে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ, পড়ুয়াদের পাশে প্রিয়াঙ্কা গান্ধীও

আর কোলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের প্রায় সারাক্ষণই গ্রীষ্মের দাপটে আমরা দগ্ধ হই, আমাদেরকে ভালো সময় দেয় না, ভালো সময় এই সময় পিকনিক, বনভোজন, চড়ুইভাতিতে আমরা সকলে মিলে মেতে উঠি। তাই একটু ঠাণ্ডা না পড়লেই চলে না।

About Author