নিঃসন্দেহে দেশের সবথেকে বড় ব্যাংক SBI ভারতের সাধারণ মানুষের একটা বিরাট ভরসার জায়গা। শুধু ব্যাংক নয়, মিউচুয়াল ফান্ডের দুনিয়াতেও তার একটা বিরাট নাম রয়েছে। তাদের একটি সেক্টরাল ফান্ড এখন গত ৫ বছর ধরে ৪ গুণের বেশি রিটার্ন দিচ্ছে ফান্ড গ্রহণকারীদের। ১ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এতদিন পরে আপনার টাকা এখন ৪ লাখ টাকার রেঞ্জে রয়েছে। এই ফান্ডের নাম হলো SBI হেলথকেয়ার অপরচুনিটি ফান্ড। মূলত ফার্মেসি রিলেটেড এই ফান্ডে বিনিয়োগ করলে আপনি প্রচুর রিটার্ন পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। স্বাস্থ্য পরিষেবা কোম্পানিগুলির শেয়ারে বিনিয়োগ করলে আপনি রিটার্ন পাবেন এখানে। শুধুমাত্র বড় বিনিয়োগ নয়, এখন আপনি SIP থেকেও ভালো রিটার্ন পেতে পারবেন। গত ৫ বছরে আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১২ লাখ টাকার বেশি রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে।
৫ বছরে আপনি গড় বার্ষিক বিনিয়োগের উপরে রিটার্ন পেয়ে যাবেন প্রায় ৩২.৯০ শতাংশ করে। অন্যদিকে, SIP এর CAGR হলো ৩০.৯ শতাংশ। ফান্ডের মতোই AUM এর পরিমাণ ৩,৩৫৭.২৮ কোটি টাকা থাকতে চলেছে। মোট রিটার্ন ইনডেক্সের হিসাব অনুসারে আপনি ২৯.৮৭ শতাংশ রিটার্ন পেয়ে যাবেন। বেঞ্চমার্ক রিটার্নের ক্ষেত্রেও আপনি ২৯.৮৭ শতাংশ রিটার্ন পেতে পারবেন। এছাড়াও, ডাইরেক্ট প্ল্যানের আওতায় আপনি ব্যয় অনুপাত দেখতে পাবেন ০.৯০ শতাংশ, যা রেগুলার প্ল্যানের ক্ষেত্রে ১.৯৬ শতাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসান ফার্মাসিউটিক্যালে ১১.৯৪, ডিভি’স ল্যাবে ৫.৭৩ শতাংশ, লুপিনে ৫.৬০ শতাংশ, ম্যাক্স হেলথকেয়ারে ৫.৪৪ শতাংশ এবং সিপ্লাতে ৫.১৭ শতাংশ বিনিয়োগ রয়েছে এসবিআই হেলথকেয়ার অপারচুনিটিস ফান্ডের। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য এই ফান্ড আদর্শ। ফলে যদি আপনি এই ধরনের কিছু হেলথকেয়ার ফান্ডের বিনিময়ে ভালো রিটার্ন পেতে চান, তাহলে এটা আপনার জন্য একটা ভালো প্ল্যান হয়ে উঠতে চলেছে।