Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dearness Allowance: মহার্ঘ ভাতা বাড়লো ৪ শতাংশ, বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার

সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবারে মিজোরাম সরকার বৃহস্পতিবার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। মুখ্যমন্ত্রী…

Avatar

সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবারে মিজোরাম সরকার বৃহস্পতিবার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। মুখ্যমন্ত্রী লাল দুহোমা এর সভাপতিতে মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তিনি বলেছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি একটি বড়দিনের উপহার এবং এটা নভেম্বর মাস থেকে কার্যকর করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন ভাতা বৃদ্ধির সঙ্গেই সরকারি কর্মীরা মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা হিসেবে এবার থেকে পেয়ে যাবেন। মন্ত্রিপরিষদ রাজ্য মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং এর অধীনে ১৬ টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে। গুয়াহাটি হাইকোর্ট সম্প্রতি মিজোরাম সরকারকে একটি রাজ্য মানবাধিকার কমিশন গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই এবং বিচারপতি মাইকেল জোথানকুমার একটি ডিভিশন বেঞ্চ মিজোরাম সরকারকে কমিশন গঠনের জন্য দুই মাস সময় দিয়েছে।

মিজোরাম সরকার নভেম্বর থেকে তার কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উৎসবের মৌসুম শুরু হয়েছে এবং সেই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির জন্য আশা করে বসে আছেন। তার আগেই মিজোরাম সরকার এবারের সপ্তম বেতন কমিশনের অধীনে এই নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল। মিজোরাম সরকারের কর্মীদের মধ্যে এই বিষয়টা নিয়ে বেশ খুশির হাওয়া দেখা দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ বেতনের ব্যাপারে কথা বললে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। ২০২৪ সালের মার্চ মাসে এই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। আবারো অক্টোবর মাসে কিন্তু ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সরকার দীপাবলীর আগে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে। ফলে সবমিলিয়ে ১ কোটির বেশি কেন্দ্রীয় কর্মচারী লাভবান হতে চলেছেন এই সিদ্ধান্তের ফলে।

About Author