Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কতটা শক্তিশালী ও কেমন হতে চলেছে KKR এর প্রথম একাদশ

দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান, প্যাট কামিন্স সহ ৯ জন ক্রিকেটার কে দলে নিয়েছে। কেকেআর স্কোয়াডে বর্তমানে ক্রিকেটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ। এদের মধ্যে…

Avatar

দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান, প্যাট কামিন্স সহ ৯ জন ক্রিকেটার কে দলে নিয়েছে। কেকেআর স্কোয়াডে বর্তমানে ক্রিকেটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ। এদের মধ্যে থেকে ১১ জনের দল গঠন করা কোচ ও থিঙ্ক-ট্যাঙ্কের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার। এছাড়া এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেক ম্যাচে সর্বাধিক চারজন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে।

ওপেনিং
রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন এবং শুভমন গিল এই তিনজন ওপেনিং ব্যাটসম্যান রয়েছে কেকেআর স্কোয়াডে। শুভমন গিল মিডিল অর্ডারে ব্যাটিং করলেও গতবার কয়েকটি ম্যাচে ওপেন করেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিডিল অর্ডার
নিতিশ রানা, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, সিদ্ধেশ লাদ, নিখিল নায়েক, টম ব্যান্টন সহ মিডল অর্ডার বেশ শক্তপোক্ত।

আরও পড়ুন : আইপিএলের সবচেয়ে প্রবীণতম ও মহার্ঘ্যতম ক্রিকেটার KKR দলে

অলরাউন্ডার
আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভম মাভি এবং ক্রিস গ্রীন অলরাউন্ডার হিসেবে রয়েছে কেকেআর স্কোয়াড এ।

স্পিন বিভাগ
কুলদীপ যাদব, সুনীল নারিন, প্রবিন তাম্বে ছাড়াও নীতিশ রাণা বেশ ভালো অফ স্পিন করেন।

পেস বোলিং
প্যাট কামিন্স, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, শিভম মাভি, হ্যারি গার্নি প্রমুখ রয়েছে কেকেআর স্পেস ডিপার্টমেন্টে। এছাড়াও আন্দ্রে রাসেল এর কাছ থেকে কয়েক ওভার পেস বোলিং পেয়ে থাকে কলকাতা।

সম্ভাব্য প্রথম একাদশ

রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমন গিল, নীতিশ রাণা, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ

About Author