নয়া দিল্লী : সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে আগুন জ্বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক ডেকেও অবস্থার উন্নতির কোন দিশা দিতে পারেননি। একের পর এক রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে। শুধু অ-বিজেপি শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত রাজ্যেও জারি করতে হয়েছে ১৪৪ ধারা।
দেশে যেন এক অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। দেশের রাজধানীতেও বন্ধ রয়েছে মোবাইল পরিষেবা। এই অবস্থায় বিক্ষোভ আন্দোলন আলাদা মাত্রা পায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যাকে দিল্লি পুলিশ আটক করল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : উত্তাল দিল্লী, জামা মসজিদ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল
দিল্লিতে অমিত শাহের বাসভবনের সামনে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় দিল্লি পুলিশ প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে। শ্রীমতি মুখোপাধ্যায় বর্তমানে দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী। তাঁর নেতৃত্বেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হন দিল্লি কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকরা।