Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PM Kisan এর টাকা ৬,০০০ থেকে বেড়ে হবে ১০,০০০ টাকা, বড় ঘোষণা সরকারের

আপনি কি একজন কৃষক? আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের জন্য পুজোর…

Avatar

আপনি কি একজন কৃষক? আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই একটা দারুন খবর আসতে চলেছে। এই কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে বলে খবর। এতদিন পর্যন্ত ৬০০০ টাকা করে পেয়ে যেতেন কৃষকরা এই সম্মান যোজনায়। তবে এবার থেকে এই টাকার পরিমাণ বেড়ে হতে চলেছে দশ হাজার টাকা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ জম্মু এবং কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগ দিয়ে এরকম মন্তব্য করেছেন। ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন বলে জানা যাচ্ছে।

অমিত শাহ বলেছেন, “যদি জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন হয় তবে কৃষক সম্মান নিধি যোজনার পরিমাণ ৬ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা করা হবে।” এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালু করার কথা জানিয়েছেন। অমিত শাহ আরো বলেছেন, “প্রতিবছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া ১০০টি মন্দির পূর্ণ নির্মাণ করা হবে এবং অগ্নিবিরদের ১০০% চাকরি প্রদান করা হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কৃষক সম্মান নিধি যোজনাটি প্রথম কেন্দ্রীয় সরকার চালু করেছিল ২০১৯ সালে। এরপর থেকে ভারতের কোটি কোটি কৃষক প্রতিব মাসে ৬০০০ টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। তবে ৬ হাজার টাকা কিন্তু একবারে কৃষকদের ব্যাংক একাউন্টে আসে না। তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা পেয়ে থাকেন। এখনো পর্যন্ত ১৭ টা কিস্তি পৌঁছে গিয়েছে ভারতের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা ৬০০০ থেকে বাড়িয়ে যদি ১০,০০০ করে দেয়, তাহলে আখেরে কিন্তু ভারতের সাধারণ মানুষ লাভবান হতে পারেন।

About Author