উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো একটা বড় খবর। উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসীরা এবার থেকে খুব সহজে তাদের রেশন কার্ডের ই কেওয়াইসি করতে পারবেন। এই পদ্ধতিটা তাদের জন্য অধিকতর সহজ এবং সুবিধাজনক করে তোলা হয়েছে। যেসব মানুষ গ্রাম থেকে অন্য রাজ্যে কাজে গেছেন, তাদের কিন্তু আর এই কেওয়াইসি করার জন্য গ্রামে ফেরার প্রয়োজন নেই। সরকারের নতুন উদ্যোগের মাধ্যমে তারা যেখানে কাজ করছেন সেখানকার নিকটবর্তী সরকার অনুমোদিত রেশন দোকানে গিয়ে তাদের কেওয়াইসি করার কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য তাদের শুধুমাত্র রেশন নম্বর থাকতে হবে এবং আধার নম্বর থাকতে হবে। এই দুটি কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইকরণ হবে এবং তারপরেই রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন হবে।
বায়োমেট্রিক যাচাই করনের প্রয়োজন কি
এই যাচাই করণের মূল কারণটা হলো, ভারতে এখনো অনেক মানুষ আছেন যারা কিনা তাদের পরিবারের মৃত ব্যক্তিদের নাম করেও রেশন নিয়ে চলেছেন। এই সমস্যার সমাধান করতেই ভারত সরকারের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট ডেটা নির্দিষ্ট বিভাগের সার্ভারে সুরক্ষিতভাবে সংগ্রহ করা হবে। যেসব নাগরিক বায়োমেট্রিক যাচাই করণে ব্যর্থ হবেন, তারা আবারও তিন মাসের মধ্যে যাচাই করানোর সুযোগ পাবেন নিজেদের। এই সুবিধার মাধ্যমে দূরবর্তী স্থানে থাকা কর্মীদের আর কাজ ফেলে গ্রামে আসতে হবে না। এই উদ্যোগের ফলে উত্তরপ্রদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের প্রবাসী শ্রমিকদেরও সুবিধা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিভাবে করবেন এই কাজ?
কেওয়াইসি সম্পন্ন করতে শুধুমাত্র রেশন কার্ডের মূল ধারককে তার মোবাইল নম্বর, পারিবারিক সম্পর্ক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিতে হবে। এই পদক্ষেপটি বিশেষ করে গ্রাম থেকে কাজের জন্য অন্য রাজ্যে চলে যাওয়া লোকদের জন্য উপকার বয়ে আনছে, যারা অতীতে ই-কেওয়াইসি প্রক্রিয়ার জন্য সমস্যায় পড়তেন।