Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BSNL: ৮০ দিনের রিচার্জ প্ল্যান, রোজ ২ জিবি ডেটা, জানুন পুরোটা

এয়ারটেল, জিও এবং Vi-এর সঙ্গে পাল্লা দিতে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করছে BSNL। গত কয়েক মাসে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার ফলে মানুষের নজর বিএসএনএলের দিকে…

Avatar

এয়ারটেল, জিও এবং Vi-এর সঙ্গে পাল্লা দিতে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করছে BSNL। গত কয়েক মাসে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার ফলে মানুষের নজর বিএসএনএলের দিকে এসেছে। এমন পরিস্থিতিতে বিএসএনএল তার ব্যবহারকারীদের জন্য সেরা রিচার্জ প্ল্যান দিচ্ছে। শীঘ্রই টেলিকম সংস্থা বিএসএনএলের 4 জি এবং 5 জি পরিষেবাও চালু হতে চলেছে। ব্যবহারকারীদের আরও ভাল সংযোগ দেওয়ার জন্য হাজার হাজার নতুন মোবাইল টাওয়ারও স্থাপন করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমার্ধে গোটা ভারতে বিএসএনএল ফোরজি পরিষেবা পেতে শুরু করবেন ইউজাররা।

৮২ দিনের রিচার্জ প্ল্যান

বিএসএনএলের ৮২ দিনের ভ্যালিডিটি প্ল্যানটি একটি খুব সস্তা প্ল্যান। মাত্র ৪৮৫ টাকার এই প্ল্যানটি ৮২ দিন সক্রিয় থাকে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধার পাশাপাশি আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এর এই সস্তা রিচার্জ প্ল্যানটি বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সাথে আসে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কীভাবে করবেন রিচার্জ

বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটি সংস্থার সেলফ কেয়ার অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে প্ল্যানটি কিনতে পারেন। এর জন্য আপনার স্মার্টফোনে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপটি ডাউনলোড করুন এবং মোবাইল নম্বর, ওটিপির মাধ্যমে অ্যাপটিতে লগ ইন করুন। হোম পেজে পকেট ফ্রেন্ডলি প্ল্যান সিলেক্ট করে রিচার্জ করতে পারবেন।

BSNL 82 Days Recharge Plan

BSNL 5G Network

বিএসএনএল এবং এমটিএনএল শীঘ্রই তাদের ব্যবহারকারীদের দ্বিগুণ সুবিধা দিতে চলেছে। এই দুই সংস্থার জন্য ৫জি টেস্টিং শুরু করেছে সরকার। বিএসএনএল এবং এমটিএনএল-এর 5G পরিষেবা সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া নেটওয়ার্ক সরঞ্জামের মাধ্যমে শুরু করা হবে। টেলিযোগাযোগ বিভাগ ও সি-ডট এই দুই সরকারি টেলিকম সংস্থার 5G পরীক্ষা করছে।

About Author