Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

New Bike: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল Apache RR 310, এক নজরে দেখে নিন বাইকের দাম এবং অবিশ্বাস্য নিরাপত্তা বৈশিষ্ট্য

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে নিজেদের স্পোর্টস সেগমেন্টের নতুন বাইক লঞ্চ করল গাড়ি নির্মাণ সংস্থা TVS। জানা যাচ্ছে, সুপার প্রিমিয়াম স্পোর্টস মোটরসাইকেল ক্যাটাগরিতে এই এই বাইকটি নির্মাণ করা হয়েছে।…

Avatar

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে নিজেদের স্পোর্টস সেগমেন্টের নতুন বাইক লঞ্চ করল গাড়ি নির্মাণ সংস্থা TVS। জানা যাচ্ছে, সুপার প্রিমিয়াম স্পোর্টস মোটরসাইকেল ক্যাটাগরিতে এই এই বাইকটি নির্মাণ করা হয়েছে। যার ডিজাইন এতটাই আরামদায়ক করা হয়েছে যে, চালকদের অভিজ্ঞতা ১১ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, লুকের ক্ষেত্রেও ভারতের বাজারে উপলব্ধ একাধিক স্পোর্টস বাইককে টক্কর দেবে Apache RR 310cc। শুধু ডিজাইন নয়, অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণেও ভারতের বাজারে রাজত্ব করবে টিভিএসের এই নতুন বাইক।

অত্যাধুনিক বৈশিষ্ট্য

ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া Apache RR 310cc বাইকে এমন কিছু ফির্চাস সংযুক্ত করা হয়েছে, যেগুলি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। সদ্য লঞ্চ হওয়া এই স্পোর্টস বাইকটিতে দ্বি-নির্দেশক কুইকশিফটার, আরটিডিএসসি, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোল এবং অ্যারোডাইনামিক উইংলেটের মতো বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। তাছাড়া, বাইকের ডিজাইন এর কর্ম ক্ষমতা আরো বাড়িয়ে দেবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাম এবং মাইলেজ

বাইকটির মাইলের সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ না করলেও এর দাম প্রকাশ করেছে TVS। যদি এর দামের কথা বলি, তবে রেসিং রেড ভেরিয়েন্টের দাম 2.92 লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এছাড়া এর সাথে সুপার কিট গ্রহণ করলে অতিরিক্ত ১৬ হাজার টাকা প্রদান করতে হবে। যদি শক্তিশালী এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলি, বাইকটিতে একটি 310 cc ইঞ্জিন রয়েছে, যা 9800 rpm-এ সর্বাধিক 38 PS শক্তি এবং 7900 rpm-এ 29 নিউটন মিটার টর্ক জেনারেট করে। যা একটি আরামদায়ক রাইড প্রদানের জন্য যথেষ্ট ভালো অভিজ্ঞতা প্রদান করবে।

About Author