বিগত কয়েক বছরে গাড়ি প্রেমীদের প্রথম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে SUV। বিশেষ করে মারুতি সুজুকি, টাটা এবং মাহিন্দ্রার SUV গুলি ভারতের বাজার দখল করেছে। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ দুর্দান্ত ডিজাইনের SUV লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি। যা গ্রাহকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে বলে ধারণা করছেন সংস্থাটির কর্মকর্তারা। আমরা আপনাদের বলি, সেডান গাড়িগুলির মধ্যে সাধারণত মানুষের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে Maruti Dezire। যা এবার সম্পূর্ণ ভিন্নরূপে ভারতের বাজারে উপলব্ধ হতে চলেছে।
আমরা আপনাদের বলি, ইতিমধ্যে মারুতি সুজুকি নিজেদের ডিজায়ারের নতুন সংস্করণ লঞ্চ করার জন্য সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করেছে। ভারতের রাস্তায় ইতিমধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা চালিয়েছে সংস্থাটি। এমনকি এর আপডেট সংস্করণ পরীক্ষামূলক চালানোর সময় একাধিকবার মানুষের নজরে এসেছে। আর তার ফলে Maruti Dezire-এর নতুন ভার্সনের একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। এমনকি, গাড়িটি যে ২০২৫ সাল নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে, সে সম্পর্কেও ইঙ্গিত মিলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে, মারুতির এই নতুন গাড়িটির লুক প্রকাশ্যে আসার পর এর একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। গাড়িটির সামনে একটি স্প্লিট গ্রিল সহ মারুতি সুজুকির লোগো রয়েছে। তাছাড়া নতুন এই গাড়ির হেডলাইট কিছুটা সুইফটের মতো হতে চলেছে। ৫ সিটারের এই গাড়িটিতে ডুয়েল স্পোক অ্যালয় হুইল প্রদান করা হবে বলেও মনে করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে, Maruti Dezire হবে তার সেগমেন্টের প্রথম কম্প্যাক্ট সেডান, যেখানে সানরুফের দেখা মিলবে।
যদি এই গাড়ির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে Maruti Dezire-এ ওয়ারলেস Apple Carplay এবং Android Auto সংযুক্ত থাকবে। তাছাড়া, ওয়ারলেস চার্জিং সিস্টেম যুক্ত থাকবে এই গাড়িটিতে। এর পাশাপাশি টাচ স্ক্রিন এবং ৩৬০ ডিগ্রি নিরাপত্তার জন্য ক্যামেরা সংযুক্ত থাকবে Maruti Dezire-এর নতুন ভার্সনে। তাছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য এয়ার ব্যাগ সহ অটোমেটিক ব্রেকিং সিস্টেম লক্ষ্য করা যাবে Maruti Dezire-এর আপগ্রেড ভার্সনে। তবে ভারতের বাজারে গাড়িটির দাম কত হতে পারে সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা মেলেনি।