Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অফরোডিং প্রেমীদের জন্য সুখবর, ৬.৫ TFT ড্যাশবোর্ডসহ BMW লঞ্চ করলো এই নতুন অ্যাডভেঞ্চার বাইক

ভারতে এবারে ১৩.৭৫ লক্ষ টাকা মূল্যে নতুন বাইক লঞ্চ করলো BMW। এই বাইকটির নাম দেওয়া হয়েছে F900 GS। এটি হতে চলেছে একটি টুরিং এডভেঞ্চার বাইক, এবং এই বাইকে আপনারা পেয়ে…

Avatar

ভারতে এবারে ১৩.৭৫ লক্ষ টাকা মূল্যে নতুন বাইক লঞ্চ করলো BMW। এই বাইকটির নাম দেওয়া হয়েছে F900 GS। এটি হতে চলেছে একটি টুরিং এডভেঞ্চার বাইক, এবং এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৮৫৩ ও ৮৯৫ সিসি ইঞ্জিন বিকল্প। সঙ্গেই এই বাইকগুলি ভারতে CBU হিসেবে আসছে এবং এই বাইকে থাকতে চলেছে অনেকগুলি উন্নত বৈশিষ্ট্য। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

এই নতুন বাইক আপনারা পেয়ে যাবেন একটি ৮৫৩ সিসি ইঞ্জিন, যা থাকবে F850GS বাইকের সঙ্গে। অন্যদিকে, ৮৯৫ ইঞ্জিন বিকল্পটি থাকবে এর উপরের ভেরিয়েন্টের ক্ষেত্রে। এই বাইকের আউটপুট হতে চলেছে ১০৫ HP ও ৯৩ NM। GS বাইকের সব থেকে বড় বৈশিষ্ট্য হতে চলেছে এর জ্বালানি ট্যাঙ্ক। এই বাইকে আপনাদের জন্য থাকবে একটি ১৪.৫ লিটারের জ্বালানি ট্যাঙ্ক। অন্যদিকে GS বাইকের ADVENTURE মডেলে আপনাদের জন্য থাকবে একটি ২৩ লিটারের জ্বালানি ট্যাংক। অ্যাডভেঞ্চার মডেলে একটি বড় সিট এবং বড় জ্বালানি ট্যাঙ্ক থাকতে চলেছে। এছাড়াও, যেহেতু এটা অফ রোডিং করার বাইক, সেই কারণে এই বাইকে ৬.৫ ইঞ্চি TFT ড্যাশবোর্ড দিচ্ছে কোম্পানি। সঙ্গেই ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে আরো অনেক বৈশিষ্ট্য থাকবে এই বাইকে। ফলে BMW কোম্পানির সব থেকে আকর্ষণীয় বাইক হতে চলেছে এটা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কবে শুরু হবে ডেলিভারি

ইতিমধ্যেই, এই দুটি মোটরসাইকেলের বুকিং চালু করে দেওয়া হয়েছে BMW কোম্পানির তরফ থেকে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে এই বাইকের ডেলিভারি শুরু করবে তারা। F850 GS ও BMW MOTORRAD এ তালিকাভুক্ত হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত এই বাইকটির ডেলিভারি শুরু করেনি সংস্থা। খুব শীঘ্রই এই দুটি বাইকের ডেলিভারি শুরু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

About Author