Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বুকিং করুন মাত্র ২ লাখ টাকা দিয়ে, ২৪ ঘন্টার মধ্যে রেকর্ড বিক্রি এই নতুন গাড়ি, জানুন ফিচার এবং দাম

লঞ্চের আগেই ভারতে ভালো সাড়া পেতে শুরু করল Kia কোম্পানির নতুন MPV Kia Carnival। ১৬ই সেপ্টেম্বর থেকে এই নতুন গাড়ির বুকিং শুরু হয়েছে এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১৮২২ ইউনিট…

Avatar

লঞ্চের আগেই ভারতে ভালো সাড়া পেতে শুরু করল Kia কোম্পানির নতুন MPV Kia Carnival। ১৬ই সেপ্টেম্বর থেকে এই নতুন গাড়ির বুকিং শুরু হয়েছে এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১৮২২ ইউনিট বুকিং হয়ে গিয়েছে এই নতুন গাড়ির। নিজের মধ্যে এটা একটা নতুন রেকর্ড। গত বছরের জুন মাসে কিয়া কোম্পানিটি এই কার্নিভাল গাড়ির বিক্রি বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবারো ৩ অক্টোবর এই গাড়িটি একেবারে নতুন করে লঞ্চ করা হয়। ২ লক্ষ টাকা টোকেন এমাউন্ট নির্ধারণ করে এই গাড়ির বুকিং শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নতুন গাড়িটির শোরুম মূল্য ৪৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। Kia ইন্ডিয়ার চিফ সেলস অফিসার এই কার্নিভাল গাড়ির প্রতি ভারতীয়দের আগ্রহ দেখে মন্তব্য করেছেন, “আমাদের কাছে এটা গর্বের বিষয়ে যে ভারতে আমাদের গাড়ি একটা নতুন মান লাভ করেছে। আমরা নিশ্চিত যে কার্নিভাল গাড়িটি এই সেগমেন্টের সব থেকে জনপ্রিয় গাড়ি হয়ে উঠবে খুব শীঘ্রই। ভারতের ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরে আমরা খুবই খুশি।”

নতুন বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন

নতুন কার্নিভাল গাড়ির ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন বড় টাইগার নোজ গ্রিল, এলইডি হেড ল্যাম্প, ইনভার্টেড এল আকৃতির এলইডি drl, স্লাইডিং সিস্টেম এবং পিছনের দরজায় নতুন সেন্সর। পাশাপাশি আপনাদের জন্য রয়েছে একেবারে নতুন প্রযুক্তির অ্যালয় হুইল। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। তার সাথেই আছে নতুন অ্যাম্বিয়েন্ট লাইটিং, বায়ু চলাচলের জন্য নতুন ফিচার এবং আরো অনেক কিছু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়ির ভিতরের দিকে থাকছে বায়ু চলাচল যুক্ত আসন, স্লাইডিং ডোর, ডুয়াল সানরুফ, ইনফোটেইনমেণ্ট সিস্টেম, টুইন ১২.৩ ইঞ্চি স্ক্রিন, বোস স্পিকার, ডিজিটাল রিয়ার ভিউ মিরর, ও HUD।

ইঞ্জিন এবং অন্যান্য বৈশিষ্ট্য

ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ২.২ লিটারের, ৪ সিলিন্ডার, টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন, যা আপনাকে ২০০ ps শক্তি এবং ৪৪০ nm সর্বাধিক টর্ক দেবে। এই ইঞ্জিনটি একটি ৮ স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে সংযুক্ত। যাত্রীর নিরাপত্তার জন্য এই বিলাসবহুল গাড়িতে রয়েছে ৮টি এয়ার ব্যাগ এবং ADAS স্যুট। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি আপনারা একাধিক বিকল্পে কিনতে পারবেন। সবমিলিয়ে এই গাড়িটা হতে চলেছে আপনার জন্য একটা দারুণ বিকল্প।

About Author