Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: বদলে গেল বন্দে মেট্রোর নাম! বড় সিদ্ধান্ত নিল রেল

বন্দে মেট্রোর নাম বদলে নমো ভারত র‌্যাপিড রেল করেছে রেল। জন্মদিনের একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মানুষকে দেশের প্রথম নমো ভারত র‌্যাপিড রেল উপহার দিতে চলেছেন। পিএম মোদির বন্দে…

Avatar

বন্দে মেট্রোর নাম বদলে নমো ভারত র‌্যাপিড রেল করেছে রেল। জন্মদিনের একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মানুষকে দেশের প্রথম নমো ভারত র‌্যাপিড রেল উপহার দিতে চলেছেন। পিএম মোদির বন্দে মেট্রোর উদ্বোধনের আগে নামকরণের অনুষ্ঠান করা হয়েছে। বন্দে মেট্রো এখন নমো ভারত র‌্যাপিড রেল নামে পরিচিত হবে।

সর্বনিম্ন ভাড়া 30 টাকা

ভারতে প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। নমো ভারত র‌্যাপিড রেল উপহার পাচ্ছে গুজরাট। গুজরাটের ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে এই ট্রেন। নমো ভারত র‌্যাপিড মেট্রোর সর্বনিম্ন ভাড়া 30 টাকা। এর মধ্যে জিএসটিও রয়েছে। এর পাশাপাশি নমো ভারত র‌্যাপিড মেট্রোতেও পাওয়া যাচ্ছে সিজন টিকিট। নমো ভারত র‍্যাপিড রেলে সাপ্তাহিক MST ভাড়া 7 টাকা, 15 দিনের সিজন টিকিটের ভাড়া 15 টাকা এবং মাসিক ট্রেন পাসের ভাড়া 20 টাকা৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও অনেক রুটে চলবে

নমো র‌্যাপিড মেট্রো রেল কোলহাপুর-পুনে, পুনে-হুবলি, নাগপুর-সিন্দারাবাদ, আগ্রা ক্যান্ট-বানারস এবং দুর্গ-বিশাখাপত্তনম সহ আরও অনেক রুটে চলবে। পিএমও-র প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, 20টি কোচ সহ প্রথম নমো র‌্যাপিড মেট্রো রেল বারাণসী এবং দিল্লির মধ্যে চলবে।

17 সেপ্টেম্বর থেকে ট্রেনের নিয়মিত যাত্রা

12টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে 1,150 জন যাত্রীর জন্য বসার ব্যবস্থা রয়েছে। 17 সেপ্টেম্বর থেকে এই ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হবে। আহমেদাবাদ থেকে ভুজের ভাড়া 455 টাকা। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ছুটে চলা এই ট্রেনটি ৩৫৯ কিলোমিটার দূরত্ব ৫ ঘণ্টা ৪৯ মিনিটে অতিক্রম করবে। ভুজ থেকে আহমেদাবাদের দূরত্ব 5 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করবে। এই ট্রেনটি ভুজ থেকে সকাল 05.05 টায় ছাড়বে এবং 10:50 টায় আহমেদাবাদে পৌঁছাবে। একইভাবে, এটি আহমেদাবাদ থেকে বিকাল 05:30 টায় ছাড়বে এবং 11:10 টায় ভুজ পৌঁছাবে।

About Author