Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সানা বাচ্চা মেয়ে, ওকে এসবের বাইরে রাখুন’ সিএএ-র বিরুদ্ধে করা মেয়ের পোস্টের প্রতিক্রিয়ায় আর্জি সৌরভের

বুধবার সৌরভ কন্যা সানা স্যোশাল মিডিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করেন। তারপরই ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে সানাকে এসবের থেকে দূরে…

Avatar

বুধবার সৌরভ কন্যা সানা স্যোশাল মিডিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করেন। তারপরই ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে সানাকে এসবের থেকে দূরে রাখার আর্জি জানান।

নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সানা। এমনই একটি স্ক্রিনশট স্যোশাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। অনেকেই সানার ওই স্ট্যাটাস পোস্ট করে তার সাহসিকতার তারিফ করেন। গাঙ্গুলী-কন্যার এমন সাহসিকতা ও পরিণতবোধে মুগ্ধ হয় গোটা দেশ। ঠিক এমন পরিস্থিতিতেই ট্যুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানান, সানার নামে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টটি সত্য নয়। সানাকে বাচ্চা মেয়ে দাবি করে বাবা সৌরভের আর্জি, ‘সানা বাচ্চা মেয়ে, ওকে এসবের বাইরে রাখুন।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রামচন্দ্র গুহকে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, টুইটারে ক্ষোভ উগরে দিলেন মমতা

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সানার পোস্টটি আসল কি নকল তার থেকেও বড় বিষয় পিতা হিসেবে সৌরভের উদ্বেগ। খেলার মাঠে আগ্রাসী মেজাজের অধিনায়ক মেয়ের বাকস্বাধীনতায় তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, রাজনৈতিক অস্থিরতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে! এমনই মনে করছেন তাঁরা।

About Author