বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষ বুঝেছে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। আর তাই বিভিন্ন কোম্পানিও শুরু করছে ইলেকট্রিক গাড়ির লঞ্চ। বর্তমানে ভারতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক গাড়ির লাইনআপ। এবার এই জনপ্রিয়তাতে ভাগ বসাতে আসছে দেশের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি। এই কোম্পানি খুব শীঘ্রই ভারতে একটি একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে যা ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে।
মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক গাড়ি
মারুতি সুজুকির সিইও এবং এমডি হিসাশি তাকুচিও জানিয়েছেন যে, কোম্পানি একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে যা এক চার্জে চলবে ৫০০ কিলোমিটার এবং এটি ৬০ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি দ্বারা চালিত হবে। তিনি ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে রপ্তানি বাড়াতে কোম্পানির লক্ষ্যও তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি আরও জানান যে মারুতি এই ইভিগুলি ইউরোপ এবং জাপানের মতো বাজারেও রপ্তানি করবে। কোম্পানি তার ইভি গ্রাহকদের জন্য ইভি কেনা সংক্রান্ত উদ্বেগ দূর করতে বিভিন্ন ধরনের সমাধান নিয়ে আসবে বলে জানা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowMaruti Suzuki eVX 2023
মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি eVX 2023 অটো এক্সপোতে দেখানো হয়েছিল। এই গাড়ির চূড়ান্ত মডেল আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে এবং ২০২৫ সালের এপ্রিলে লঞ্চ হতে পারে। এই গাড়িটি আধুনিক বৈশিষ্ট্য সহ আসবে। এতে থাকবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS)। এছাড়াও এতে দেখা যাবে উন্নত প্রযুক্তি যেমন ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সংযোগ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ড্রাইভ মোড, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সামঞ্জস্যযোগ্য হেডরেস্ট এবং লেভেল-২ এডিএএস প্রযুক্তি পাওয়া যাবে। এর দাম ২০-২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে।মারুতি সুজুকির এই উদ্যোগ ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।