Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রেয়াস-ঋষভ জুটির নতুন রেকর্ড, ভাঙলো ২০ বছর আগের শচীন তেন্ডুলকরের রেকর্ড

বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি এক ওভারে ৩১ রান সংগ্রহ করে একটি অভিনব রেকর্ডের অধিকারী হলেন এবং ভাঙলেন কুড়ি বছর আগের শচীন তেন্ডুলকর ও অজয়…

Avatar

বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি এক ওভারে ৩১ রান সংগ্রহ করে একটি অভিনব রেকর্ডের অধিকারী হলেন এবং ভাঙলেন কুড়ি বছর আগের শচীন তেন্ডুলকর ও অজয় জাদেজার করা রেকর্ড। ১৯৯৯ সালে শচীন-জাদেজা জুটি এক ওভারে ২৮ রান তুলেছিল।

ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য রাখে। ৪৫ তম ওভারে আলজারি জোসেফ এর বলে রোহিত শর্মা ১৫৯ করে আউট হওয়ার পর ঋষভ পন্থ ক্রিজে এসেই ঐ একই ওভারে দুটি ছয় মেরে শো শুরু করেন। পরের ওভারে শেলডন কটরেল কে ঋষভ দুটি ছয় ও তিনটি চার মারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আর কিছুক্ষণ পর রিচার্ড ম্যাডলির হাতুড়ির ঘায়ে শুরু হতে চলেছে আইপিএলের নিলাম

এরপর শ্রেয়স আইয়ারও পার্টিতে যোগদান করেন। পরবর্তী ওভারে অফ স্পিনার রস্তন চেজকে চারটি ছয় ও একটি চার মারেন শ্রেয়স এবং একটি নো-বল এর জন্য ঐ ওভার থেকে আসে ৩১ রান। যেটি ভারতের একদিনের ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এখনো পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ। কটরেল ও চেজের ঐ দুই ওভারে শ্রেয়স-ঋষভ জুটির সংগ্রহ ৫৫ রান।

About Author