Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

AC এর সাথে Ola লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক থ্রি হুইলার, জেনে নিন ফিচার এবং দাম

আজকের দিনে ভারতে ইলেকট্রিক স্কুটার নির্মাতা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় কোম্পানি হয়ে উঠেছে Ola ইলেকট্রিক। কিছুদিন আগেই এই কোম্পানিটি ভারতের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করেছিল। তবে এবারে কোম্পানিটি…

Avatar

আজকের দিনে ভারতে ইলেকট্রিক স্কুটার নির্মাতা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় কোম্পানি হয়ে উঠেছে Ola ইলেকট্রিক। কিছুদিন আগেই এই কোম্পানিটি ভারতের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করেছিল। তবে এবারে কোম্পানিটি তাদের প্রথম থ্রি হুইলার ইলেকট্রিক অটো চালু করতে চলেছে দেশে। আর এটা হতে চলেছে ভারতের প্রথম এসি যুক্ত থ্রি হুইলার, যেটি বাজারে লঞ্চ হবে Ola EV 3W নাম নিয়ে। এখানে আপনারা পেয়ে যাবেন একটি দমদার ব্যাটারী প্যাক, যার ফলে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাবেন। তার সাথেই, এটা হতে চলেছে অন্যান্য ইলেকট্রিক থ্রি হুইলারের তুলনায় অনেকটাই হালকা এবং অনেক বেশি ফিচার বিশিষ্ট।

Ola EV 3W-এ থাকছে কোন কোন ফিচার?

প্রথমত, আপনাদের জানিয়ে রাখি, Ola EV 3W ইলেকট্রিক থ্রি হুইলারে আপনারা বেশ কিছু অত্যাধুনিক ফিচার পেয়ে যাবেন। এই ইলেকট্রিক থ্রি হুইলার এ আপনারা পেয়ে যাবেন, এয়ারকন্ডিশনের সুবিধা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন বেশ কিছু এডভান্স ফিচার, যার মধ্যে রয়েছে ফাস্ট চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেড লাইট, একটি বড় উইন্ডশিল্ড এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই ইলেকট্রিক থ্রি হুইলার আপনার জন্য হতে চলেছে একেবারে পারফেক্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ওলা ইলেকট্রিক তাদের প্রথম ইলেকট্রিক থ্রি হুইলার ভারতের বাজারে লঞ্চ করার সাথে সাথেই, ইলেকট্রিক থ্রি হুইলার মার্কেটে ওলা একটা অত্যন্ত বড় কোম্পানি হয়ে উঠবে। কমার্শিয়াল মার্কেটে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারে ভারতে। তবে এখনো পর্যন্ত, কোম্পানির তরফে এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি কিছুই।

Ola EV 3W এর দাম কত হবে?

ওলা কোম্পানির এই নতুন ইলেকট্রিক থ্রি হুইলার এর দামের ব্যাপারে কথা বলতে গেলে, এই ইলেকট্রিক থ্রি হুইলারের দাম রাখা হবে মোটামুটি ৩ লক্ষ টাকার কাছাকাছি। এখনো পর্যন্ত কোম্পানি এই ইলেকট্রিক তিন চাকার যানটির সঠিক দাম ঘোষণা না করলেও, বিশেষজ্ঞদের ধারণা তিন লক্ষ টাকার মধ্যেই এই ইলেকট্রিক থ্রি হুইলারের দাম হবে।

About Author