Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Moto এর নতুন 5G ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও অনেক ধামাকাদর ফিচার, জেনে নিন দাম

মোটোরোলা, একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড, আবারো স্মার্টফোন বাজারে দাপটের সাথে ফিরেছে। তাদের সর্বশেষ প্রজন্মের স্মার্টফোন Motorola S50 5G বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। আসলে দীর্ঘদিন ধরে মোটোরোলা স্মার্টফোন বাজারে তেমন একটা…

Avatar

মোটোরোলা, একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড, আবারো স্মার্টফোন বাজারে দাপটের সাথে ফিরেছে। তাদের সর্বশেষ প্রজন্মের স্মার্টফোন Motorola S50 5G বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। আসলে দীর্ঘদিন ধরে মোটোরোলা স্মার্টফোন বাজারে তেমন একটা চমক দেখাতে পারছিল না। কিন্তু গত কয়েক বছরে কোম্পানি তাদের ডিভাইসগুলিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। নতুন ফিচার, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সাহায্যে মোটোরোলা আবারও গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে। Motorola S50 5G এই কথারই সাক্ষী। এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Motorola S50 5G ফোনের ফিচার

Motorola S50 5G ফোনে একটি ৬.৩৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩০০০ nits সর্বোচ্চ ব্রাইটনেসের সাথে আসে। এর ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং অন্যান্য কাজ করা আরও মজাদার হয়ে ওঠে। ফোনের পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনশন ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনের পিছনে একটি ৫০mp প্রাথমিক ক্যামেরা, ১৩mp আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০mp টেলিফোটো ক্যামেরা রয়েছে। সামনে ৩২mp সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৪৩১০ mAh ব্যাটারি রয়েছে যা ৬৮ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Motorola S50 5G ফোনের দাম

Motorola S50 5G চীন বাজারে প্রথম লঞ্চ করা হয়েছে। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় ২,১৯৯ ইয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,০০০ টাকা। তবে ভারতীয় বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই ফোন লঞ্চ করলে যে ব্যাপক জনপ্রিয় হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

About Author