Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভুলেও টিকিট ছাড়া ট্রেনে উঠবেন না, টিটি ধরলেই সর্বনাশ! ঘটনা শুনলে চমকাবেন

সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের এক বিশাল নেটওয়ার্ক। এটি বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয়…

Avatar

সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের এক বিশাল নেটওয়ার্ক। এটি বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল অনেক নিয়ম করেছে। এ ছাড়া ভ্রমণের সময় যাত্রীদের কীভাবে ভালো অভিজ্ঞতা দেওয়া যায়, এ নিয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেনে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে। তবে ট্রেনে ভ্রমণের আগে অবশ্যই টিকিট কাটবেন।

২৫০ টাকা জরিমানা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে জরিমানা হতে পারে। অন্যদিকে অনেক সময় দেখা যায়, অনেকেই দেরি হওয়ার অজুহাত দেখিয়ে টিকিট না কেটে ট্রেনে ওঠেন। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে জরিমানা দিতে হবে। এই ক্ষেত্রে, আপনাকে ২৫০ টাকা জরিমানা করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিনা টিকিটের যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে

রেলের তরফে বারবার অনুরোধ করা হলেও অনেকেই তাতে কান দিচ্ছেন না। যার ফলে গুনতে হচ্ছে জরিমানা। রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এর ১ অগাস্ট থেকে ২০ অগাস্ট সময়সীমায় শিয়ালদহে ৩৫ হাজার বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছিলেন। এক বছরে এখানে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে জরিমানা হিসেবে আদায় করা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

দিনে গড়ে ২ হাজারের বেশি বিনা টিকিটের যাত্রী

দিনে গড়ে ২ হাজারের বেশি বিনা টিকিটের যাত্রীরা টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন। অনেকেই বলেন যে দেরির কারণে টিকিট কাটা হয়নি। এই সমস্যা সমাধান করার জন্য অনলাইন ব্যবস্থা এনেছে রেল। রাখা হয়েছে টিকিট ভেন্ডিং মেশিন।

About Author