Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Price: আজ থেকে এলপিজি সিলিন্ডারের বাড়লো দাম, দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত দেখুন দাম কত হলো সিলিন্ডারের

আরো একবার দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের। আজ অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে বিভিন্ন রাজ্যে। ১৪ কেজি গ্যাস…

Avatar

আরো একবার দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের। আজ অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে বিভিন্ন রাজ্যে। ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন না হলেও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে তেল সংস্থাগুলোর তরফ থেকে। ইতিমধ্যেই দাম বাড়ার পর নতুন দাম সামনে এসেছে। নতুন দাম অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৩৯ টাকা। বৃদ্ধির পর দিল্লিতে এই মুহূর্তে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১,৬৯১.৫০।

কোন শহরে কত টাকা বাড়লো দাম?

আপনাদের জানিয়ে রাখি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মুম্বাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৬৪৪ টাকা। এই দাম আগে ছিল ১৬০৫ টাকা। অন্যদিকে, কলকাতায় সিলিন্ডারের দাম ১৭৬৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০২.৫০ টাকা। এছাড়া চেন্নাইতে দাম ১৮১৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৫৫ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগের মাসগুলিতে কিরকম পরিবর্তন হয়েছিল?

এর আগে গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল তেল কোম্পানিগুলির তরফ থেকে। সেই সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে এর আগে পহেলা জুলাই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়ে ছিল। সেই সময় দেশের রাজধানী দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩০ টাকা কমানো হয়েছিল। তারপর পরিবর্তনের পরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ১৬৪৬ টাকা। কলকাতায় দাম হয় ১৮৮৭ টাকার পরিবর্তে ১৭৫৬ টাকা, চেন্নাই তে দাম হয় ১৮০৯ টাকা ৫০ পয়সা, মুম্বাইতে দাম হয় ১৫৯৮ টাকা।

About Author