তুঝে চাঁদ কে বাহানে দেখু গানে ঝড় তুললেন কাকা
প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে, যা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। কখনো কখনো এই ভিডিও দেখে মানুষ উচ্চ স্বরে হাসছেন আবার কখনো কেঁদে ভাসাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মুহূর্তের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখন। সম্প্রতি একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে যেখানে একজন বয়স্ক ব্যক্তিকে রেলওয়ে প্লাটফর্ম এর উপরে দুর্দান্ত নাচ করতে দেখা যাচ্ছে। তার এই প্রাণবন্ত নাচ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে হয়েছে জনপ্রিয়। এই ভিডিওতে ওই কাকাকে তুঝে চাঁদ কে বাহানে দেখু গানের সঙ্গে দুর্দান্ত নাচ করতে দেখা যাচ্ছে। এই নাচ দেখে লোকজন খুবই আপ্লুত হয়েছেন এবং এই কাকার নাচের শক্তি দেখে যুবকরাও কাকার তারিফ করেছেন।লোকজন করেছেন ব্যাপক প্রশংসা
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন দারুন মন্তব্য করেছেন এই ভিডিওতে। সম্প্রতি ভিডিওটি X (সাবেক টুইটার)-এ বিকাশ মোহতা নামের একটি একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনো পর্যন্ত ৭৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। মাত্র ২৮ সেকেন্ডের এই ভিডিওটি দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, খুব ভালো নাচ করেছেন কাকা। আবার একজন লিখেছেন, দাদু খুব মজা পাচ্ছেন কিন্তু এই মজা করার জায়গাটা ভুল। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, এই নাচ কখনো বন্ধ হওয়া উচিত নয়। ভাইরাল হওয়া এই ভিডিওটি মধ্যপ্রদেশের উজ্জৈন জংশনে রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনিও দেখে নিন এই মজার নাচের ভিডিওটি।जिसकी मस्ती जिंदा है उसकी हस्ती जिंदा है साहब 🫡 pic.twitter.com/P3sU17c0YP
— Vikash Mohta (@VikashMohta_IND) August 25, 2024