সারা দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের এক বিশাল নেটওয়ার্ক। এটি বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। ভারত জুড়ে বহু ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এই ট্রেনগুলিতে প্রতিদিন অগুনতি যাত্রী যাতায়াত করেন। ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক নিয়ম করেছে ভারতীয় রেল। অনেক সময় দেখা যায়, কোনো ধরনের জরুরি অবস্থায় যাত্রীরা ট্রেনের চেন টেনে দেন। এতে কিছুক্ষণ পর ট্রেনটি থেমে যায়। কিন্তু কখন ট্রেনের চেন টানা দরকার, আর কখন চেন টানা নিয়ম বিরুদ্ধে সেটাও সকল যাত্রীর জেনে রাখা দরকার।
বিনা কারণে ট্রেনের চেন টেনে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ
অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজন না হলেও কিছু যাত্রী ট্রেনের চেন টেনে ধরেন। বিনা কারণে ট্রেনের চেন টেনে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এটি করার সময় যদি আপনি ধরা পড়েন তবে আপনার বিরুদ্ধেকড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচেন টানার নিয়ম করেছে রেল
ট্রেনে সফর করার সময় নিশ্চই চেন দেখতে পেয়েছেন। এই চেনে টান দিলেই ট্রেন থেমে যায়। চেন টানার নিয়ম করেছে রেল। কিন্তু অনেক সময় মানুষ তাদের মনোরঞ্জনের জন্য বা মাঝখানে কোথাও নামার জন্য শিকল টেনে দেন। ১৪১ নং রেলওয়ে আইন অনুযায়ী, বিনা কারণে চেন টানার জন্য ভারতীয় রেলওয়ে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা বা ১ বছরের কারাদণ্ড দিতে পারে।
কোন কোন ক্ষেত্রে চেন টানা যাবে?
তাহলে কোন কোন ক্ষেত্রে ট্রেনে থাকা চেন টানা যাবে? যদি কোনও শিশু প্ল্যাটফর্মে থাকে বা কোনও বৃদ্ধ থেকে যায়, আর ট্রেন মিস হওয়ার উপক্রম হয়, তখন চেন টানতে পারেন। এ ছাড়া ট্রেনে কোনো ঘটনা ঘটলে। অথবা জরুরি অবস্থার সৃষ্টি হয়। এরকম ক্ষেত্রে চেন টেনে ট্রেন থামানো যেতে পারে। মোট কথা যখনই চেন টানুন না কেন, এর পিছনে পোক্ত কারণ থাকা বাঞ্চনীয়।