Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকার ভেঙে দিলেও নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করতে দেব না বাংলায় : মুখ্যমন্ত্রী

রাজ্যে এনআরসি ও সিএএ আটকানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনআরসি ও সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) বিরোধী মিছিলে অংশ সেই দাবিকে আরও জোরালো করলেন তিনি। কলকাতায় এনআরসি…

Avatar

রাজ্যে এনআরসি ও সিএএ আটকানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনআরসি ও সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) বিরোধী মিছিলে অংশ সেই দাবিকে আরও জোরালো করলেন তিনি। কলকাতায় এনআরসি বিরোধী মিছিলে পা মিলিয়ে তোপ দাগলেন কেন্দ্রকে।

একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করলেন, বিজেপি নেতৃত্ব সরকার ভেঙে দিতে পারে বলেও। তবে সরকার ভাঙা নিয়ে তিনি যে ভয় পান সেকথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এনআরসি ও সিএএ-এর চরম বিরোধিতা করে এদিন তিনি বলেন, ‘ওরা চাইলে সরকার ভেঙে পারে, আমি বাংলায় এনআরসি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দেশদ্রোহীর কারনে পারভেজ মুশারফকে মৃত্যুদন্ড, নির্দেশ পাকিস্তান আদালতের

এনআরসি বিরোধিতা করতে গিয়ে যদি তাঁর প্রাণও চলে যায় তাতেও পিছপা হবেন না মুখ্যমন্ত্রী। তিনি যে কতটা এনআরসি ও সিএএ বিরোধী তা জানিয়ে তিনি বলেন, ‘ওরা যদি বাংলায় সিএএ লাগু করতে চায় তাহলে আমার লাশের উপর দিয়ে ওদের যেতে হবে।’

এনআরসি ও সিএএ বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য বিজেপি নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

About Author