Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: দরজা ফেলে জানলা দিয়ে বাসে প্রবেশ করছেন শাড়ি পরা মহিলা, নেটিজেনদের চোখ কপালে

অনেক সময় বিভিন্ন অবাক করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনই একটি ভিডিও বর্তমানে এক্স-এ ভাইরাল হচ্ছে, যেটিতে একজন মহিলার জুগাড় দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন। এই ভিডিওটি আসলে উত্তরপ্রদেশের।…

Avatar

অনেক সময় বিভিন্ন অবাক করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনই একটি ভিডিও বর্তমানে এক্স-এ ভাইরাল হচ্ছে, যেটিতে একজন মহিলার জুগাড় দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন। এই ভিডিওটি আসলে উত্তরপ্রদেশের। এই মহিলাটি বাসে ওঠার জন্য স্ট্যান্ডে আসে। কিন্তু সে আসন না পেলেও হাল ছাড়ে না। পরিবর্তে সে এমন একটা কাজ করে যা দেখে মানুষজনের রীতিমতো আর হাসি থামছে না

জানালা দিয়ে বাসে ঢোকার চেষ্টা করেন ওই মহিলা

ভিডিওতে আপনি দেখতে পাবেন যে লাল শাড়ি পরা মহিলা প্রথমে জানালার কাছে বসা মানুষের সাথে কথা বলেন। তাকে অনেকক্ষণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। অবশেষে বাসে ঢোকার জন্য সে তার পা দুটো জানালায় রাখে। তবে তিনি ভেতরে যেতে পারছেন কি না তা ভিডিওতে দেখানো হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও অনেককে বাসের কাছে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু এই মহিলার কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়াতে দারুনভাবে জনপ্রিয় হয়েছে। এই ভিডিওটি X-এ সাংবাদিক রণবিজয় সিং তার @ranvijaylive হ্যান্ডেলে শেয়ার করেছেন। এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এটি আজ শেয়ার করা হয়েছে এবং এখন পর্যন্ত এটি ২০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। এ নিয়ে অনেক ব্যবহারকারী মন্তব্যও করেছেন।

নানারকম কমেন্ট করলেন নেটনাগরিকরা

এই ভিডিও দেখে নানা রকম কমেন্ট করেছেন নেট ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন- উত্তরপ্রদেশে এটা খুবই সাধারণ ঘটনা। এখানে বাসের সংখ্যা এত কম আর মানুষের সংখ্যা এত বেশি, যে অনেকেই এরকমভাবে জানলা দিয়ে প্রবেশ করে যান বাসে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- শুধুমাত্র ইউপির মানুষের কাছেই এমন টেকনিক থাকতে পারে। তৃতীয়জন লিখেছেন- তিনি কি পরবর্তী অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন? চতুর্থজন লিখেছেন – বাবা, আমাদের মেয়েরা হরিয়ানার মেয়েদের থেকে কম।

About Author