Today Trending Newsনিউজরাজ্য

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায় করলেন বিজেপি

Advertisement
Advertisement

খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপির আইনজীবী সরজিৎ রায়চৌধুরী। কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সরব হওয়ার কারণে, জনস্বার্থ মামলা বিজেপির তরফ থেকে। এই মামলা প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন বিজেপি আইনজীবী। দুপুর ২টোয় মামলার শুনানির সম্ভাবনা জানা গেছে। প্রসঙ্গত সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে বাংলা। সপ্তাহের প্রথম দিনেও একই অবস্থা দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে।

Advertisement
Advertisement

প্রথম থেকেই এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের আইনকে এরাজ্যে কোনওভাবেই কার্যকরী হতে দেবেন না বলে দাবী করেছেন তিনি। আইনের বিরোধিতায় তিনি অবশ্য শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন।কেন্দ্রের এই আইনের প্রতিবাদে নিজেও পথে নেমেছেন তিনি। সোমবার বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল করার কথা জানা গেছিলো।

Advertisement

আরও পড়ুন : নাগরিকত্ব বিলের প্রতিবাদে কলকাতায় মহামিছিল, পথে হাঁটছেন মমতা

বাংলায় কোনওভাবেই এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন বরদাস্ত করবেন না জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সোমবার জমায়েত ঘোষণা করেন তৃণমূলনেত্রী। উপস্থিত সকলকেই শপথ বাক্য পাঠ করান তৃণমূল সুপ্রিমো।

Advertisement
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়।বিজেপির আইনজীবীর জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ দুপুর ২টোয় হাইকোর্টে মামলার শুনানি হওয়ার কথা বলা হয়েছিলো।

Advertisement

Related Articles

Back to top button