Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেখে নিন কোন কোন দূরপাল্লার ট্রেন আজ বিক্ষোভের জন্য বাতিল

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে গত এক সপ্তাহ ধরে। গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল, সড়ক অবরোধে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই অবস্থায় শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন…

Avatar

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে গত এক সপ্তাহ ধরে। গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল, সড়ক অবরোধে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই অবস্থায় শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন একের পর এক বাতিল হয়ে চলেছে। আজও বাতিল অনেক লোকাল ও দুরপাল্লার ট্রেন। কোন কোন দূরপাল্লার ট্রেন আজ বাতিল হয়েছে এক নজরে দেখে নিন।

হাওড়া থেকে বাতিল ট্রেন গুলির তালিকা:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডাউন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস।

ডাউন ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।

ডাউন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস।

ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।

আরও পড়ুন : কলকাতায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল, যানজটে চরম ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

শিয়ালদহ থেকে বাতিল দূরপাল্লার ট্রেন গুলির তালিকা:

ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস।

ডাউন সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস।

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

আপ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

এছাড়া অন্যান্য ট্রেন গুলির মধ্যে,

আপ ও ডাউন মালদা টাউন-নবদ্বীপ ধাম ইন্টারসিটি এক্সপ্রেস।

ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস।

ডাউন বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস।

ডাউন হামসফর এক্সপ্রেস।

ডাউন গুয়াহাটি-ব্যাঙ্গলোর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস।

এই ট্রেন গুলি বাতিল হয়েছে।

About Author