Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবারে মুম্বাইয়ের রাস্তায় কাকের পোশাকে বেরিয়ে পড়লেন উরফি জাভেদ, লোকজন বললেন “এই কাক, যা উড়ে যা”

বলি দুনিয়ায় যতজন তারকা রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন তারকা হলেন উরফী জাভেদ। এই তারকা যতই নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়াতে চান না কেনো, তিনি জনপ্রিয় হন শুধুমাত্র নিজের পোশাকের…

Avatar

বলি দুনিয়ায় যতজন তারকা রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন তারকা হলেন উরফী জাভেদ। এই তারকা যতই নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়াতে চান না কেনো, তিনি জনপ্রিয় হন শুধুমাত্র নিজের পোশাকের কারণেই। সোশ্যাল মিডিয়ায় তার স্টাইল এবং তার চালচলন নিয়ে কম কাটাছেঁড়া হয়না। মাঝেমধ্যেই তিনি বিতর্কের মধ্যে থাকেন তার এই পোশাক ও স্টাইলের কারণে। মাঝে মধ্যেই তাকে নিজের কথাবার্তার কারণেও সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকতে হয়। একটা সময় বিগবসের একজন লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এখন তিনি তার পোশাকের জন্যই বেশি চর্চার মধ্যে থাকেন।

পোশাকের কারণে থাকেন সবসময় চর্চায়

প্রায় প্রতিদিন মাঝে মধ্যেই তাকে নানা রকম পোশাক পরে বেরোতে দেখা যায়। শরীরে একটা সুতো পর্যন্ত না থাকলেও, সেই পোশাকে তাকে ঝড় তুলতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তার নানা জায়গায় নানা ফলোয়ার রয়েছে। তাই তার ফলোয়ার সংখ্যাও নেহাত কম না। দেখা যায় এইসব পোশাক পরলেই তাকে ঘিরে ধরেন পাপারাজিরা। সাধারণ মানুষের কাছেও তিনি বেশ জনপ্রিয়। তাই তিনি ভালো করেই জানেন, কিভাবে খবরের শিরোনামে থাকতে হয়।তবে, এবারে অদ্ভুত পোশাক চয়নের ক্ষেত্রে নিজেকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। এই অদ্ভুত সৃজনশীল পোশাকের কারণে তাকে একাধিক কু কথার সম্মুখীন হতে হচ্ছে।

কাকের মত সেজে ট্রোল হলেন উরফী

উরফি জাভেদের ভক্তরা তার নতুন নতুন লুকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমতাবস্থায়, এই সুন্দরীও তার ভক্তদের চমকে দিতে পিছিয়ে নেই এবং একের পর এক চমৎকার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন নিজের পোশাক ও স্টাইল নিয়ে। সম্প্রতি একটি নতুন পোশাকে তিনি পাপারাজ্জিদের সামনে ধরা দিয়েছেন যেখানে তাকে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের পোশাক পরে। এই পোশাকটি একটি একেবারেই বডি হাগিং পোশাক এবং এই পোশাকটির পিছনে আবার দুটো কালো রঙের ডানা আছে। তবে এই পোশাক পরে তিনি হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজের স্টাইল জাহির করতে চেয়েছিলেন, তবে হয়েছে একেবারেই উল্টো। লোকে মনে করেছেন উরফি জাভেদ একেবারেই কোনো একটা কাক কিংবা একটা বাদুড়ের মতো স্টাইল নিয়ে হাজির হয়েছেন। ফলে শেষ পর্যন্ত তাকে হতে হয়েছে ব্যাপক সমালোচনার শিকার। এই মধ্যেই ভিডিওর নিচে একজন ব্যবহারকারী উরফিকে কাক বলে উল্লেখ করেছেন। লোকটি লিখেছেন, “আরে, এই কাক কোথা থেকে এল, হুর হুর, উড়ে যা।” একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উরফিকে সরাসরি সাদা বাদুড় বলে মন্তব্য করেছেন। এর সাথে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য বিভাগে লিখেছেন, “ভুল দেশে সঠিক প্রতিভা দেখাচ্ছেন উরফি।” ভিডিওটির সম্পূর্ণ মন্তব্য বিভাগটি এমনই মজার প্রতিক্রিয়ায় ভরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author