দীঘার মোহনা থেকে উদ্ধার হয়েছে একটি বিরল প্রজাতির মাছ ওজনের প্রায় ৮০০ কেজি হঠাৎ করে বৃহস্পতিবার মোহনার ট্রলারে উঠে আসে এমন একটি মাছ যেটি সচরাচর দেখা যায় না।
মাছটি বালির চরে নিয়ে আসার সাথে সাথে পর্যটকরা নিজেদের স্নান এবং সমুদ্রের সঙ্গে সেলফি তোলা ছেড়ে একেবারে হুরোহুরি লাগিয়ে দিয়েছেন, এই মাছটির ছবি তুলতে। কলকাতার একটি সংস্থায় মাছটিকে প্রায় ২৫ হাজার টাকায় কিনে নেয়। ট্রলার থেকে যেই নামানো হয়েছে অমনি পর্যটকদের ভিড় শুরু হয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ১০০ দিনের কাজে, জাতীয় স্তরে পুরস্কার বাংলার
শংকরপুরের মৎস্যজীবীরা বলেছেন, যে এই রকম মাছ খুব কমই দেখা যায় যার ওজন প্রায় ৮০০ কেজি। মৎস্যজীবীর রতন কুমারের ট্রলারে মাছ উঠেছে ঠিকঠাক বিজ্ঞানসম্মত নাম কারোরই জানা নেই। তবে স্থানীয়ভাবে মাছ টিকে চিল শংকর বলা হয়, মৎস্যজীবীরা বলেন এটি শংকর মাছের আরেকটি প্রজাতি, তেমন কিছু আলাদা নয়, অন্যান্য সামুদ্রিক মাছের মতনই খেতে।