Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হুহু করে কমল দাম, বাইক কেনার সেরা সুযোগ, চলছে বাম্পার ডিসকাউন্ট

ভারতীয় বাজার বিশ্বের বৃহত্তম বাইকের বাজারগুলির মধ্যে একটি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল সব রেঞ্জে বিক্রি হয়। আগস্ট মাসে জাপানি মোটরসাইকেল কোম্পানি Suzuki Gixxer SF 250 অথবা Gixxer 250 বাইকে বাম্পার…

Avatar

ভারতীয় বাজার বিশ্বের বৃহত্তম বাইকের বাজারগুলির মধ্যে একটি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল সব রেঞ্জে বিক্রি হয়। আগস্ট মাসে জাপানি মোটরসাইকেল কোম্পানি Suzuki Gixxer SF 250 অথবা Gixxer 250 বাইকে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি বাইকটিতে ১০ বছর পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি দিচ্ছে একেবারে বিনামূল্যে।

২০,০০০ টাকা ছাড়, সঙ্গে বর্ধিত ওয়ারেন্টি বিনামূল্যে

Suzuki তার Gixxer SF 250 বাইকে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই বাইকটি কেনার পাশাপাশি ১০ বছরের বর্ধিত ওয়ারেন্টি বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনি যদি ফিনান্সে এই বাইকটি কিনতে চান তবে কোম্পানি সেটারও ব্যবস্থা করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকে ১০০% পর্যন্ত লোন

কোম্পানি এই বাইকে ১০০% পর্যন্ত লোন সুবিধা দিচ্ছে। এই বাইকে আপনি পাবেন ক্যাশ ডিসকাউন্ট, ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং ফিনান্সের পাশাপাশি পাবেন আরও একটি সুবিধা। কোম্পানি এই বাইকটি কিনলে ৬,৯৯৯ টাকার একটি রাইডিং জ্যাকেট একদম ফ্রি দিচ্ছে। আরও তথ্যের জন্য, আপনি নিকটস্থ সুজুকি ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন।

জিক্সার এসএফ ২৫০ কোম্পানির অন্যতম সেরা বাইক

সুজুকি জিক্সার এসএফ ২৫০ কোম্পানির অন্যতম সেরা বাইক। বাইকে রয়েছে ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন। এর ইঞ্জিনটি ৬ স্পিড গিয়ারবক্সের সাথে মিলিত হয়েছে। বাইকটিতে ১৭ ইঞ্চি ডায়মন্ড জাতীয় ফ্র্যাক রয়েছে। বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে যার উভয় পাশে সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে। সুজুকির বাইকটিতে এলসিডি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্পের মতো ফিচার রয়েছে। সুজুকি জিক্সার এসএফ ২৫০ এর প্রাথমিক এক্স-শোরুম মূল্য ১.৯২ লক্ষ টাকা এবং জিক্সার ২৫০ এর এক্স-শোরুম মূল্য ১.৮১ লক্ষ টাকা।

About Author