Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Free Electricity: কৃষকদের জন্য দারুণ খবর, একেবারে বিনামূল্যে বিদ্যুৎ, জানুন কোথায় কীভাবে পাবেন এই সুবিধা

উত্তরপ্রদেশের কৃষকদের জন্য সুখবর। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের যোগী সরকার বেসরকারি টিউবওয়েল সংযোগ থাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেবে। জানা গিয়েছে, গৌতম বুদ্ধ নগর জেলায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে। খবরে বলা হয়, নলকূপ সংযোগযুক্ত…

Avatar

উত্তরপ্রদেশের কৃষকদের জন্য সুখবর। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের যোগী সরকার বেসরকারি টিউবওয়েল সংযোগ থাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেবে। জানা গিয়েছে, গৌতম বুদ্ধ নগর জেলায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে। খবরে বলা হয়, নলকূপ সংযোগযুক্ত কৃষকদের ১২ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। গৌতম বুদ্ধ নগর জেলার প্রায় ১৮ টি গ্রামে স্থাপিত শিবিরগুলিতে এর জন্য নিবন্ধকরণও শুরু হয়েছে। আগে ৫ আগস্ট থেকে ১০ আগস্টের মধ্যে এই রেজিস্ট্রেশন করার কথা থাকলেও এখন শেষ তারিখ বাড়িয়ে ১৬ আগস্ট করা হয়েছে।

শেষ তারিখ বাড়িয়ে ১৬ আগস্ট

নয়ডা বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রবীণ কুমার সিং বলেন, ‘দাদরির কোট, লুহারলি এবং এনটিপিসি রোডের ৩৩/১১ কেভি সাবস্টেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রামে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। বুধবার দাতাওয়ালি, সাঁইথলি ও খাতানার মতো এলাকায় শিবির বসানো হবে। ৮ আগস্ট বিল, আকবরপুর, চাপুল ও নারোলিতে শিবির করা হচ্ছে। পরদিন ৯ আগস্ট রামগড়, নাংলা, চামরু ও বিসাহারায় শিবির হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গ্রামীণ এলাকায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ 

১০ আগস্ট বোদাকি, ছিঁসা ও পাটাডিতে শিবির বসবে। প্রবীণ সিং আরও বলেন, বেসরকারি টিউবওয়েল গ্রাহকদের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। এছাড়াও, সাধারণ জনগণের কাছে তাদের বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য এবং এই শিবিরগুলিতে বেসরকারী নলকূপ গ্রাহকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সর্বাধিক নিবন্ধন নিশ্চিত করার জন্য আবেদন রয়েছে। যেখানে গ্রামীণ এলাকায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

৩০ জুলাই ইউপিপিসিএল চেয়ারম্যান ডঃ আশিস গোয়েলের জারি করা নির্দেশনা অনুসারে, কর্তৃপক্ষকে শহরাঞ্চলে ২৪ ঘণ্টা, গ্রামাঞ্চলে ১৮ ঘণ্টা এবং তহসিল পর্যায়ে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ডিসকমগুলিকেও একই আদেশ অনুসরণ করতে বলা হয়েছে।

About Author