নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ প্রর্দশন। শুক্রবার উলুবেড়িয়া ও বেলডাঙা স্টেশনে চলে বিক্ষোভ প্রদর্শন। হামলা চালানো হয় করমণ্ডল এক্সপ্রেসে।
আজ সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে শিয়ালদহের হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনে। হাসনাবাদ শাখার কাঁকড়ামির্জানগর, সন্ডালিয়া স্টেশনে আজ সকাল থেকেই নাগরিকত্ব বিলের প্রতিবাদে শুরু হয় রেল অবরোধ। ফলে ব্যস্ত সময়ে বিপদে পড়েন নিত্যযাত্রীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চালাচ্ছে একের পর এক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া ও মুর্শিদাবাদের বেলডাঙায় বিলের প্রতিবাদে ট্রেন অবরোধ করে একদল জনতা।
করমন্ডল এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। হাওড়া শাখায় রাত পর্যন্ত বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়। লোকাল ট্রেন চলাচলও বিঘ্নিত হয়।