Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুল যাওয়ার পথে উত্তক্ত করে মেয়েদের, যুবককে জুতোপেটা করলেন মহিলা কনস্টেবল

প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় মেয়েদের উত্তক্ত করত একটি যুবক। এলাকার মানুষ যেন তা মেনে নিয়েছেন ভবিতব্য বলেই। এভাবেই চলে আসছিল দিনের পর দিন। তবে বাদ সাধলো এক মহিলা কনস্টেবল।…

Avatar

প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় মেয়েদের উত্তক্ত করত একটি যুবক। এলাকার মানুষ যেন তা মেনে নিয়েছেন ভবিতব্য বলেই। এভাবেই চলে আসছিল দিনের পর দিন। তবে বাদ সাধলো এক মহিলা কনস্টেবল। ঠিক সিনেমার কায়দায় নেমে এলেন রাস্তায়। সবক শেখালেন সেই যুবককে। কানপুরের রাস্তায় এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন পথচলতি জনতা।

উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল রাস্তার উপর দাঁড়িয়ে জুতোপেটা করছেন এক যুবককে। যন্ত্রণায় ঝটপট করতে করতে চিৎকার করছেন যুবকটি। কখনও ক্ষমা চাইছেন, কখনও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন সেই যুবক। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের লেডি সিংঘম তখন রক্তের স্বাদ পেয়েছেন। সমানে জুতোপেটা করে চলেছেন যুবককে। এমনই এক ভিডিও ভাইরাল হওয়ায় সারা দেশ কুর্নিশ জানাচ্ছেন ওই মহিলা পুলিশকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্থানীয় জনগণের অভিযোগ, ওই যুবক প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্তক্ত করতেন। এই অভিযোগ পাওয়ার পর ওই মহিলা কনস্টেবল সাদা পোশাকে দেয় কানপুরের বিথুর এলাকায়। অভিযোগের সারবত্তা খুঁজে পেয়ে ওখানেই হাতেনাতে শাস্তি দেন অভিযুক্ত যুবককে।

About Author