Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BHOJPURI: অক্ষরার শাড়ি খুলে রোম্যান্স অরবিন্দ আকেলা কাল্লুর, অভিনেত্রী বললেন, ‘মারদ কে দিহাল দর্দ!‘

আজকাল বিনোদন দুনিয়ার শিরোনামে রয়েছে বিভিন্ন অনলাইন মাধ্যম। আর বিনামূল্যে ইন্টারনেট দুনিয়াতে যদি বিনোদনের কথা বলা হয় তাহলে প্রথমেই চলে আসে ইউটিউবের নাম। এই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে…

Avatar

আজকাল বিনোদন দুনিয়ার শিরোনামে রয়েছে বিভিন্ন অনলাইন মাধ্যম। আর বিনামূল্যে ইন্টারনেট দুনিয়াতে যদি বিনোদনের কথা বলা হয় তাহলে প্রথমেই চলে আসে ইউটিউবের নাম। এই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে যেই ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখে তা হলো ভোজপুরি মিউজিক ভিডিও। বিশ্বাস না করলেও এটাই সত্যি। এমনকি বলিউডের যেকোনো মিউজিক ভিডিওকে মুহূর্তের মধ্যে টেক্কা দেয় এইসব ভোজপুরি মিউজিক ভিডিও। একপ্রকার বলা যেতে পারে আজকাল বলিউডকে টেক্কা দিচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

ভোজপুরি তারকা অরবিন্দ আকেলা কাল্লু

এই ভোজপুরি ইন অন্যতম জনপ্রিয় সুপারস্টার হলেন অরবিন্দ আকেলা কাল্লু। একাধিক ভাইরাল মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল তালিকায় নাম লেখায়। সম্প্রতি আবারো অরবিন্দের একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভোজপুরি মিউজিক ভিডিও ভুল করেও পরিবারের লোকেরা সামনে দেখবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল ভিডিওর বিবরণ

অরবিন্দ অকেলা কাল্লুর নতুন ভোজপুরি মিউজিক ভিডিওতে তাঁর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন অক্ষরা সিং। অরবিন্দ আকেলা কাল্লু এবং অক্ষরা সিংয়ের গানের নাম, ‘মারদ কে দিহাল দর্দ‘। এটি ‘শুভ ঘড়ি আয়ো’ ফিল্ম এর। এই গানে তারা দুজনই গ্রামের একটি মাঠে উপস্থিত রয়েছে যেখানে প্রথমে তারা নাচ শুরু করে। তাঁদের এমন রোম্যান্স দেখে অবাক হবেন আপনিও। গানটির কথা লিখেছেন যাদব রাজ এবং সঙ্গীত দিয়েছেন ওম ঝা। এই ভিডিও আপনি অবশ্যই ঘরের দরজা বন্ধ করে একলা দেখুন। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রায় ৩.৩ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখেছেন।

About Author