সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তওবা তওবা’ গানটি ব্যবহার করে তৈরি হচ্ছে একের পর এক ভিডিও, রিলস। প্রতিদিনই ভাইরাল হচ্ছে এই গানে কারও না কারও নাচের স্টেপ। ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক, সর্বত্র মানুষকে এই গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। ট্রেন্ডের সঙ্গে এই নাচের ভিডিওগুলো জনপ্রিয় হচ্ছে দ্রুত। জনপ্রিয় এই গানের সঙ্গে তৈরি নাচের ভিডিওগুলি ইন্টারনেটে মারাত্মকভাবে ট্রেন্ডিং হচ্ছে এবং এর প্রতি মানুষের উন্মাদনা দিন দিন বাড়ছে। এক ছোট্টো মেয়ের মিষ্টি নাচের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক খুদে কন্যা ভিকি কৌশলের নাচের স্টেপ অনুসরণ করে দিব্যি নাচ করছে।
ভিডিওটি সবার মন ভালো করার মতো
ইনস্টাগ্রামে ব্যবহারকারী @adorable_aanyaa শেয়ার করা এই ভিডিওতে ক্ষুদে নৃত্যশিল্পীর নাচের দক্ষতা অবাক করেছে নেট পাড়ার সদস্যদের। ছোট্টো মেয়েটির নাচ দেখে সবাই প্রশংসা করছে এবং বলা বাহুল্য এই ভিডিওটি সবার মন ভালো করার মতো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
‘এটা নাচের আসল সংস্করণ’
কমেন্ট সেকশনে এই ছোট্টো অভিনয়শিল্পীর জন্য রয়েছে অনেক ভালোবাসা। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি কী সুন্দর”। আরেকজন মজা করে লিখেছেন, ‘এটা নাচের আসল সংস্করণ, আর ভিকি কৌশল অহেতুক কঠিন করে তুলেছেন।’ এই গানের ক্রেজ এবং এর নাচের ভঙ্গিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সর্বত্র দেখা যাচ্ছে। ভিকি কৌশলের অসাধারণ নাচের স্টেপগুলি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে এবং এখন ছোট থেকে বড় সকলেই এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। লোকেরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে তাদের নাচের ভিডিওগুলো শেয়ার করছে এবং এই গানটি ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে।