Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যসভায় ম্যাজিক দেখালেন মোদী-শাহ, সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পাস নাগরিকত্ব সংশোধনী বিল

সোমবারই লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তবে চিন্তা ছিল রাজ্যসভাকে নিয়ে। সরকারের তাবড় তাবড় মন্ত্রীরা পর্যন্ত হিমশিম খাচ্ছিলেন হিসাব মেলাতে। কারন রাজ্যসভায় বিল পাস করাতে যেখানে প্রয়োজন ১১৯…

Avatar

সোমবারই লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তবে চিন্তা ছিল রাজ্যসভাকে নিয়ে। সরকারের তাবড় তাবড় মন্ত্রীরা পর্যন্ত হিমশিম খাচ্ছিলেন হিসাব মেলাতে। কারন রাজ্যসভায় বিল পাস করাতে যেখানে প্রয়োজন ১১৯ টি ভোট, সেখানে বিজেপির ঘরে রয়েছে মাত্র ৮১ জন সাংসদ।

কিন্তু সেই কঠিন অঙ্ক মিলিয়ে দিলেন মোদী-শাহ জুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে রাজ্যসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। ৯ ঘন্টার সওয়াল জবাব শেষে বিলের পক্ষে মিললো ১২৫ জনের সমর্থন। বিপক্ষে পড়লো ১০৫ টি ভোট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যসভায় পাস হওয়ার পর এই বিল আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হবে। তবে তার আগে বিলটিকে পুনরায় সিলেক্ট কমিটিতে পাঠানোর সুপারিশ করেন সিপিআইএম সাংসদ কে কে রাগেশ। ভোটাভুটিতে ১১৩-৯২ ব্যবধানে সেই দাবি অবশ্য খারিজ হয়ে যায়।

রাজ্যসভায় বিজেপি, জেডিইউ, এলজেপি, আকালি দল, আরটিআই(এ) এবং ১১ জন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ এই বিলকে সমর্থন করেন। অন্যদিকে বিজেপিকে সুবিধা করে দিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে শিবসেনা।

About Author