Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: ‘লেহেঙ্গা কে গিজার’ গানে রানি চ্যাটার্জির দুরন্ত নাচ, ভিডিও দেখলে শরীর গরম হবে

ভোজপুরি সিনেমা জগতের রানি চ্যাটার্জী একটি জনপ্রিয় নাম। কিছুদিন যাবৎ রানী চ্যাটার্জি এখন তার নতুন গানের জন্য জনপ্রিয়। এমনিতেই রানি চ্যাটার্জি সোশ্যাল মিডিয়াতে তার পাওয়ারফুল পারফরমেন্সের জন্য পরিচিত। ভোজপুরি দুনিয়ায়…

Avatar

ভোজপুরি সিনেমা জগতের রানি চ্যাটার্জী একটি জনপ্রিয় নাম। কিছুদিন যাবৎ রানী চ্যাটার্জি এখন তার নতুন গানের জন্য জনপ্রিয়। এমনিতেই রানি চ্যাটার্জি সোশ্যাল মিডিয়াতে তার পাওয়ারফুল পারফরমেন্সের জন্য পরিচিত। ভোজপুরি দুনিয়ায় তার মতো অভিনেত্রী খুব কম রয়েছেন। বিভিন্ন ধরনের বোল্ড রোলে তাকে দেখা যায় দারুন অভিনয় করতে। বলতে গেলে তিনি কোন চরিত্রেই অভিনয় করতে ভয় পান না। সবদিক থেকেই তিনি একজন পরিণত অভিনেত্রী বলা যেতে পারে। সম্প্রতি তার একটি নতুন গানের ভিডিও নতুন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। ভোজপুরি সিনেমার রানী রানী চ্যাটার্জী আবারও সকলের দৃষ্টি কেড়েছেন তার নতুন গান ‘লেহেঙ্গা কে গিজার’ দিয়ে। তার এই পারফরম্যান্স ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘রানী দিলবরজানি’ ছবিতে রানীর দাপট:

এই গানটি রানী অভিনীত ‘রানী দিলবরজানি’ ছবি থেকে নেওয়া। ছবিতে কুণাল সিং, পাখি হেগড়ে, শুভ শর্মা, সীমা সিং, বিরাজ ভাটের মতো অন্যান্য তারকারাও অভিনয় করেছেন। তবে ছবিতে রানীর উপস্থিতিই সবচেয়ে বেশি চোখে লেগেছে। ২০১৭ সালে ‘টি সিরিজ হামার ভোজপুরি’ চ্যানেল এই গানটির সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছিল। গানটিতে রানীকে প্রথমে লাল, পরে নীল পোশাকে দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রানী চ্যাটার্জীর জনপ্রিয়তা:

রানী চ্যাটার্জী তার শক্তিশালী অভিনয় এবং সুন্দর চেহারার জন্য ভোজপুরি সিনেমার একজন জনপ্রিয় মুখ। তার এই নতুন গানটি তার জনপ্রিয়তা আরো একবার বাড়িয়ে দিয়েছে

About Author