Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ রাজ্যসভায় পাশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল, আত্মবিশ্বাসী সরকার

সোমবার মধ্যরাতে লোকসভায় দীর্ঘ ১২ ঘন্টা আলোচনা হওয়ার পর ৩১১-৮০ ভোটে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। আজ বুধবার ওই বিলের রাজ্যসভায় পাশ হওয়ার কথা। লোকসভায় সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ার সহজেই ওয়াশ…

Avatar

সোমবার মধ্যরাতে লোকসভায় দীর্ঘ ১২ ঘন্টা আলোচনা হওয়ার পর ৩১১-৮০ ভোটে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। আজ বুধবার ওই বিলের রাজ্যসভায় পাশ হওয়ার কথা। লোকসভায় সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ার সহজেই ওয়াশ হয়ে গেছিল বিলটি, কিন্তু রাজ্যসভায় সরকারের প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তারা যে যথেষ্ট চিন্তার মধ্যে থাকবে তা বলাই বাহুল্য।

লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় দুই শরিক এনসিপি ও কংগ্রেসের পাশে দাঁড়িয়েই বিলের বিপক্ষর ভোট দেওয়ার কথা ঘোষণা করেছে শিবসেনা। তৃণমূল কংগ্রেস লোকসভার মতো রাজ্যসভাতেও বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছে। তারা বিলে ২০ টি সংশোধনী আনতে চায়। এত সমস্যার পরেও রাজ্যসভায় বিল পাশের ব্যাপারে আত্মবিশ্বাসী সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যসভায় ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬ ধাপ পিছিয়ে কেন্দ্রীয় সরকার। তাই তারা যথেষ্টই আশাবাদী বিলটি আজ রাজ্যসভায় পাশ হওয়ার ব্যাপারে। মোদি সরকারের প্রথম ধাপে রাজ্যসভায় সংখ্যালঘুতার জন্যে অনেক বিল আটকে গেলেও দ্বিতীয় দফায় তারা অনেক বিলই পাশ করিয়ে নিয়েছে। তাই সেখান থেকে সরকার অনেকটাই আশাবাদী যে বিলটি পাশ হয়ে যাবে আজই।

টিআরএস, বিজেডি, জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস দলগুলিকে নিয়ে সরকারের পক্ষে সমর্থন হচ্ছে ১২৩ টি। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। তাই সরকারের পূর্ন বিশ্বাস আছে আজকেই রাজ্যসভায় পাশ হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী বিল।

About Author