Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফাঁকা ঘরে খেসারি লাল ও ইয়ামিনী সিংয়ের চরম রোম্যান্স নজর কেড়েছে দর্শকদের, ভাইরাল হলো নতুন ভোজপুরি গান তেল

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই…

Avatar

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা। বর্তমানে খেসারি লাল যাদবের নতুন গান ২০২৪ সালে ভোজপুরি দুনিয়ায় ঝড় তুলতে শুরু করেছে। এই মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং আজকে আমরা এই গানের ভিডিও নিয়ে কথা বলতে চলেছি।

ভাইরাল মেগাস্টার খেসারি লাল যাদবের নতুন গান

ভোজপুরি ইন্ডাস্ট্রি আবারও দর্শকদের মন জয় করেছে খেসারি লালের নতুন গান “তেল” দিয়ে। মুক্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, এই গানটি ইন্টারনেটে তুফান তুলেছে এবং ভিউ, লাইক ও কমেন্টের ঝড় বইয়ে দিয়েছে। গানটিতে খেসারি লালের সাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিনী সিং। ভিডিওতে দুজনের রোমান্টিক কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে। খেসারি লাল রঙিন শার্টে তাক লাগানো, অন্যদিকে ইয়ামিনী বিভিন্ন ঝলমলে শাড়িতে অসাধারণ সুন্দরী।

দর্শকদের ব্যাপক পছন্দ হয়েছে এই গান

গানটির সুর ও কথা দর্শকদের মন ছুঁয়ে গেছে। খেসারি লালের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন নেহা রাজ, যার মিষ্টি কণ্ঠস্বর গানটিকে আরও মধুর করে তুলেছে। মুক্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, “তেল” গানটি ৪৪১ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। কমেন্ট সেকশনে ভক্তরা খেসারি লাল ও ইয়ামিনী সিং-এর প্রশংসায় ভরে উঠেছে। অনেকেই এই গানটিকে তাদের সেরা গানগুলির মধ্যে একটি বলে মনে করছেন।
About Author